ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গাধা জল একটু ঘোলা করে খায়: ওবায়দুল কাদের


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ০৬:৩৮ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ০৩:৪৬ এএম
গাধা জল একটু ঘোলা করে খায়: ওবায়দুল কাদের

ফাইল ফটো

ঢাকা: তারা (বিএনপি) সবই মেনে নেবে। গাধা জল একটু ঘোলা করে খায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা আওয়ামী লীগের এক যৌথ সভায় বিএনপির উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেয়ার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “শুনেছি ১৮টি উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। তার অর্থ হলো দেরিতে হলেও জল ঘোলা করে তারা (বিএনপি) এই ইসি মেনে নিয়েছে। আশা করি আগামী জাতীয় নির্বাচনেও তারা আসবে। নির্বাচনে আসা ছাড়া আর কোনো বিকল্প তাদের নেই। নিবন্ধন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কা তাদের নির্বাচনে নিয়ে আসবে।”

নিজ দলের লোকদের তিনি বলেন, “বিএনপিকে আপনারা হালকাভাবে দেখবেন না। আওয়ামী লীগবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্লাটফর্ম বিএনপি। কোনো কারণে তারা হালকা প্রতিদ্বন্দ্বী নয়। কাজেই নিজেরা নিজেরা ঝগড়া করলে শেষ পর্যন্ত এই দুর্বলতার সুযোগ অন্যরা নেবে।”
  
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নসরুল হামিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি একে এম এনামুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন শাহীন, মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

গোনিউজ২৪/এম

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন