ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গভীর রাতে ভাস্কর্য সরানো হল সুপ্রিম কোর্ট থেকে


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০৮:২৫ এএম
গভীর রাতে ভাস্কর্য সরানো হল সুপ্রিম কোর্ট থেকে

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানো হচ্ছে। কয়েকজন শ্রমিক সরানোর কাজ করছেন। বৃহস্পতিবার রাতেই ভাস্কর্য সরানো হয়। 

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবির ভাস্কর্য স্থাপনের পর থেকেই তা অপসারণের দাবি জানিয়ে আসছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ।

গত ১১ এপ্রিল গণভবনে হেফাজতের নেতাদের সঙ্গে এক সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ভাস্কর্য সরানোর পক্ষে মত দেন। তিনি জানান, উচ্চ আদালত প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর পক্ষে তিনি। একইসঙ্গে তিনি বলেন ভাস্কর্য সরানোর জন্য যা করার দরকার তিনি তা করবেন।

হেফাজতের এই দাবির প্রতি প্রধানমন্ত্রীর সমর্থন নিয়ে বিশিষ্ট নাগরিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আপত্তি জানায়।

ভাস্কর্য সরানোর দাবিতে গত ফেব্রুয়ারিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন হেফাজতের আমির আহমদ শফী।


চাপের মুখে ভাস্কর্য সরাচ্ছি: মৃণাল হক

চাপের মুখে পড়ে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভাস্কর মৃণাল হক।

তিনি বলেছেন, আমরা পরাজিত হয়ে গেলাম। স্বাধীনতা বিরোধীদের জয় হলো। এটা আমাদের জন্য অপমানের। ভাস্কর্য সরানো নিয়ে আমাদের সুশীল সমাজের অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু আমি সাধারণ মানুষ, আমি তো আর কথা বলতে পারব না। আজকে কথা বললে কাল আমার ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার মধ্যরাতে ভাস্কর্য সরানোর সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মৃণাল হক বলেন, “ওপরের প্রেসারে ভাস্কর্যটি সরাতে হচ্ছে। আমাকে বলা হয়েছে সরাতে, চাপ দেয়া হয়েছে।”

কে চাপ দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, “অনেকের অনেক রকম ক্ষমতা আছে। আমি বানিয়েছিলাম, আমাকে সরাতে বাধ্য করা হচ্ছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা জানি না, এরপর ‘অপরাজেয় বাংলা’, রাজু ভাস্কর্য ও শেরাটনের সামনের ঘোড়ার গাড়ির ভাস্কর্য সরানোর নির্দেশ আসবে কি না।”

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়