ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গতকালও এরশাদের সঙ্গেই ছিলেন, আজ নেই


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৪:৩১ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ১০:৩১ এএম
গতকালও এরশাদের সঙ্গেই ছিলেন, আজ নেই

রংপুর: রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার সময়ও জাপা চেয়ারম্যান এরশাদের পাশেই বসে ছিলেন। অংশ নিয়েছিলেন এরশাদের নির্বাচনী জনসভাসহ দলীয় নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠানে। বক্তৃতাও দিয়েছেন রংপুরের রাজনীতির মাঠের প্রবীণ সেই নেতা। 

কিন্তু আজ আর নেই। তিনি আর কেউ নন, রংপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সম্বনয়কারী সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মাষ্টার।

রোববার রাতে দলীয় কার্যালয় থেকে বাসায় ফিরলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

এদিকে জাতীয় পার্টির প্রবীণ এই নেতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর মহানগর সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াছিরসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মোফাজ্জল হোসেন মাষ্টারের মৃত্যুতে রংপুরের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে মরহুম মোফাজ্জল হোসেন মাষ্টার এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বাদ আছর রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। দাফন কার্য মিস্ত্রিপাড়া কবরস্থানে সম্পন্ন করা হবে করা বলে পারিবারিকসূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সাবেক এই সাংসদ রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে বসবাস করতেন। তিনি কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ে প্রধান হিসেবে দীর্ঘীদন শিক্ষকতা করেছেন। রাজনীতিতে এসে তিনি এরশাদের হাত ধরে জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা