ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খেলার মাঝেই কোহলিদের পদত্যাগের বার্তা বোর্ডের!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০১৭, ০৫:২১ পিএম আপডেট: জুলাই ২৭, ২০১৭, ১১:২৭ এএম
খেলার মাঝেই কোহলিদের পদত্যাগের  বার্তা বোর্ডের!

স্বার্থ সংঘাতের অভিযোগ তুলেই পদত্যাগ করেছিলেন সুপ্রিমকোর্ট নিযুক্ত প্রশাসক মণ্ডলীর অন্যতম মুখ রামচন্দ্র গুহ। বিস্ফোরক চিঠিতে তিনি ধোনি থেকে দ্রাবিড় প্রত্যেককেই অভিযোগের তীরে বিদ্ধ করেছিলেন। ভারতীয় ক্রিকেটের 'সুপারস্টার কালচার' নিয়ে সরব হয়েছিলেন তিনি। 

এবার স্বার্থ সংঘাতের অভিযোগ থেকে রেহাই পেতে কোহলিদের নিজ নিজ চাকরি থেকে পদত্যাগ করার বার্তা দেয়া হল। জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারই কোনো না কোনো সংস্থায় চাকরি করেন। বর্তমানে কোহলি যেমন ওএনজিসি-র ম্যানেজার। শুধু কোহলিই নন, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মাসহ বাকি জাতীয় দলের ক্রিকেটাররাও বিভিন্ন সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

জাতীয় দলে খেলার ফাঁকেই ঘরোয়া ক্রিকেটে এই সমস্ত সংস্থার হয়ে খেলেন ক্রিকেটাররা। ওএনজিসি-র হয়ে যেমন বিরাট কোহলি, ইশান্ত শর্মা খেলেন, তেমনই অতীতে এই কোম্পানির হয়ে খেলতেন বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীররা।  সাধারণত, নিজেদের আর্থিক দিক সুনিশ্চিত করতেই বার্ষিক লোভনীয় অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ হন ক্রিকেটাররা। ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর ওএনজিসি-র হয়ে চাকরিররত মুনাফ পটেলকে ২০ লাখ টাকা পুরষ্কারও দেয়া হয়েছিল।

তবে সূত্রের খবর, আসন্ন মৌসুমে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যে চুক্তি হবে, সেখানে স্পষ্ট করে লিখে দেয়া থাকবে, কোনো সংস্থায় চাকরি করা যাবে না।  আপাতত দ্বীপরাষ্ট্রে ক্রিকেট খেলতে ব্যস্ত ভারত। যেখানে ভারতই চালকের আসনে। প্রথম দিনের শেষে মাত্র তিন উইকেট হারিয়ে ৩৯৯ রান স্কোরবোর্ডে খাড়া করেছিল ভারত। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৬০০ রানের পর্বত চাপিয়ে দিয়েছে ভারত। পূজারা বুধবার ১৪৩ রানে অপরাজিত ছিল দিনের শেষে। বৃহস্পতিবার দেড়শো রান পূর্ণ করে নেন তিনি। অর্ধশতরান করে যান অজিঙ্ক রাহানে (৫৭) ও ঋদ্ধিমান সাহাও (৫০)।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ