ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খেলা চলাকালীন মোজার ভেতর থেকে কী বের করে খেলেন মেসি?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৭, ০৮:৫৪ এএম
খেলা চলাকালীন মোজার ভেতর থেকে কী বের করে খেলেন মেসি?

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-১ গোলে জয়ের দিনে চ্যাম্পিয়ন্স লিগে শততম গোলের মাইলফলক পৌঁছেছেন মেসি। তবে ম্যাচটিতে বার্সেলোনার আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে অভিযোগ তোলেন অনেক নিন্দুক। 

ম্যাচের প্রথমার্ধের দশম মিনিটের মাথায় মাঝমাঠে থেমে মোজার ভেতর থেকে কিছু একটা বের করে মুখে দেন মেসি। ম্যাচ চলাকালীন শক্তিবর্ধক কোনো দ্রব্য খেয়েছেন কিনা এমন প্রশ্ন তুলেন অনেক।  এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ঝড় উঠেছে।

যদিও পরে জানা যায় কোনো শক্তিবর্ধক দ্রব্য নেননি মেসি। কেবল ক্লান্তি কাটাতে গ্লুকোজ ট্যাবলেট মুখে নিয়েছিলেন তিনি। ফুটবলে খেলা চলাকালীন সময়ে এ ধরনের ঘটনা অপরাধের মধ্যে পড়ে না। এই পদ্ধতিকে বলা হয়, ‘জেলি বেবি থিওরি। মাঠে নামার প্রথম ১৫ মিনিটে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো ঠিক রাখতে এই ধরনের ওষুধ সেবন করা যায়।

মার্কার বরাত দিয়েই জানা গেছে, অলিম্পিয়াকোসের বিপক্ষে একটি গোল করে ইউরোপীয় প্রতিযোগিতায় ১০০ গোল পূর্ণ করার দিন নিজের ক্লান্তি মেটাতে গ্লুকোজ ট্যাবলেট সেবন করেন মেসি। সেখানে বলা হয়, ‘মাঠে নামার প্রথম ১৫ মিনিটে শরীরের সবচেয়ে কার্যকরী অঙ্গ-প্রত্যঙ্গগুলো ঠিক রাখতে এই ধরনের ওষুধ সেবন করা হয়।’

সেখানে আরও জানানো হয়েছে, মেসি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন। কারণ, ম্যাচের আগে ও পরে তার বমি বমি ভাব হয়। সেটা কাটাতেই গ্লুকোজ ট্যাবলেটের ওপর নির্ভর করেন তিনি। বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে নিজেও মেসির এই ব্যাপারটা নিয়ে অবগত।

ম্যাচের পর ভালভার্দে বলেন, ‘সে গ্লুকোজ ট্যাবলেট সেবন করেছে কিনা আমার জানা নেই। তবে এটা যদি তাকে গোল করতে সাহায্য করে, তাহলে চাপ কমানোর জন্য সে গ্লুকোজ ট্যাবলেট খেতেই পারে। তবে হ্যাঁ, আমি জানি ফুটবলারদের জন্য গ্লুকোজ ট্যাবলেট খাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার।’
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ