ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় নিজ অফিসে ঢুকে বিএনপি নেতা মিঠুকে গুলি করে হত্যা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০৮:৩৯ এএম
খুলনায় নিজ অফিসে ঢুকে বিএনপি নেতা মিঠুকে গুলি করে হত্যা

খুলনায় প্রভাবশালী বিএনপি নেতা ও দু’বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুকে সন্ত্রাসীরা তার কার্যালয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ফুলতলা উপজেলার দামোদর নতুনহাট এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে  ৩/৪ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী এ হত্যাকাণ্ড ঘটিয়ে বীর দর্পে চলে যায়। 

এসময় সন্ত্রাসীদের গুলিতে মিঠুর দেহরক্ষী সিরাজ ও শ্বশুর সৈয়দ ফজলুল আলম সেলিমও গুলিবিদ্ধ হন। 

স্থানীয়রা জানায়, খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দু’দফায় নির্বাচিত সাবেক ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিঠু রাত সোয়া ১০টার দিকে তার দামোদর নতুন হাট এলাকার নিজ বাড়ির সামনে মিঠু এন্টারপ্রাইজ নামে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তার শ্বশুরসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। 

এসময় মোটর সাইকেলযোগে ডিবি পুলিশ লেখা পোশাক ও হেলমেট পরিহিত সশস্ত্র ৩ / ৪ ব্যক্তি নিরাপত্তা প্রহরীকে ঠেলে ভিতরে প্রবেশ করে। 

কক্ষের গেটে থাকা লাইসেন্সকৃত শর্টগানধারী তার দেহরক্ষী নওশের আলীকে (৫০) গুলি করে দ্রুত কক্ষে ঢুকে মিঠুর মাথায় অস্ত্র ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

এ সময় তাদের এলোপাতাড়ি গুলিতে মিঠুর শ্বশুর ও উপজেলা বিএনপি নেতা সৈয়দ ফজলুল আলম সেলিম (৫৬) ও তার দেহরক্ষী সিরাজ মোড়ল (৫১) আহত হন। 

হত্যাকান্ডের পর খুনীরা বীর দর্পে ওই এলাকা ত্যাগ করে।  আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নওশের আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আলাউদ্দিন মিঠুকে এর আগেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়। 


স্থানীয় একটি সূত্র বলেছে, চরমপন্থীদের ভাড়া করে ফুলতলা এলাকায় অনেক রাজনৈতিক ব্যাক্তিকে হত্যা করা হয়েছে।  এক্ষেত্রেও তেমনটিই ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, আলাউদ্দিন মিঠুর পিতা দামোদর ইউপি চেয়ারম্যান সরদার আবুল কাশেমকে ১৯৯৮ সালের ১৮ আগষ্ট দুপুরে ফুলতলা  ইউএনও অফিসের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। 

পিতার ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মিঠুর বড় ভাই আবু সাইদ বাদলকে ২০১০ সালের ১৬ আগষ্ট বেলা ১১টার দিকে খুলনা যশোর মহাসড়কে ছবেদাতলা নামক স্থানে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার