ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খায়রুল হকের ভূমিকায় ‘মাথা হেঁট হয়ে যায়’ : মওদুদ


গো নিউজ২৪ | আদালত প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৭:৫৪ পিএম
খায়রুল হকের ভূমিকায় ‘মাথা হেঁট হয়ে যায়’ : মওদুদ

সাবেক প্রধান বিচারপতি ও জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হককে অসৎ, অনৈতিক এবং নির্লজ্জ অ্যাখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খায়রুল হক এখন সরকারের মুখপাত্রের ভুমিকা নিয়েছেন। তার এহেন কর্মকাণ্ড দেখে আমাদের লজ্জায় মাথা হেড হয়ে যায়।

আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে ষোড়শ সংশোধনীর রায় ও বিচার বিভাগ নিয়ে অশালীন বক্তব্য দেয়ায় খায়রুল হকের গ্রেফতার ও অপসারণের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘সাবেক বিচারপতি খায়রুল হক তারই ছেড়ে যাওয়া প্রতিষ্ঠানকে (সুপ্রিম কোর্ট) কীভাবে হেয় করছেন? এটা ভাবলে আমাদের মাথা হেড হয়ে যায়। আপনি আয়নার সামনে দাড়িঁয়ে নিজেকে দেখুন।’

তিনি বলেন, বিচারপতি খায়রুল হক মুন সিনেমা হলের মামলার মাধ্যমে পঞ্চম সংশোধনীতে হাত দিয়ে তা বাতিল করলেন। অথচ তাঁর রায়ে এখনও সেই হল মালিক হলের মালিকানা ফেরত পায়নি। এই হলো বিচারপতি খায়রুল হক!’একই সাথে ব্যারিস্টার মওদুদ আহমদ অনতিবিলম্বে সাবেক প্রধান এই বিচারপতির জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের আহ্বান জানান।

আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘বিচারপতি খায়রুল হক জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি তার রায়ে জনগণের বিরুদ্ধে গিয়ে শপথ ভঙ্গ করেছিলেন। একজন মন্ত্রীও রায়ের বিরুদ্ধে মন্তব্য করে তার শপথ ভঙ্গ করেছেন। রায়কে ঘিরে আওয়ামীপন্থী আইনজীবীরা বিভক্তি সৃষ্টি করছে। অতীতেও অনেক রায় হয়েছে কিন্তু এমনটা ঘটেনি। ইতিহাসও বলে না, এমনটা হয়েছে কখনো। তাই আমরা রায় নিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো।’

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘খায়রুল হক এ যুগের মীর জাফর। একটি রায় নিয়ে তিনি যে মন্তব্য করেছেন বিচার বিভাগকে হেয় করেছে। সরকারের টার্গেট সুপ্রিম কোর্টকে আঘাত করা।’

সমাবেশে আরো বক্তব্য দেন নিতায় রায় চৌধুরী, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আবেদ রাজা, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

গো নিউজ ২৪/ এস কে 

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড