ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার মাফ চাওয়ার কোনো জায়গা নেই


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৭, ০২:৪৪ পিএম আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৭, ০৮:৪৪ এএম
খালেদার মাফ চাওয়ার কোনো জায়গা নেই

কুষ্টিয়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাফ চাওয়ার কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এ মন্তব্য করেন তিনি।

ইনু বলেন, ‘বেগম জিয়ার মাফ চাওয়ার কোনো জায়গা নেই।  তিনি বিচারের সম্মুখীন হবেন।  তার মুখে নির্বাচনের কোনো ফতুয়া আমরা শুনতে চাই না।  তিনি রাজাকার ও খুনিদের বর্জন করবেন কিনা সেটা জানতে চাই।’

তিনি বলেন, ‘পাশে রাজাকার, ২১ আগস্টের খুনি ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের সঠিক পথ খোঁজা যায় না।  খালেদা জিয়া রাজাকার ও খুনিদের সঙ্গে নিয়ে রাজনীতি করে। তাই তার রাজনীতির লাইসেন্স বাতিল করা প্রয়োজন।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ভালো আর মন্দের পার্থক্য করা হচ্ছে না। খুনিরাও রাজনীতিতে প্রবেশ করছে। মহান সংসদে বিভিন্ন সময়ে গণতন্ত্র নিয়ে কথা হয়। তবে ৭১’ ও ৭৫’ এর খুনি ও রাজাকারদের নিয়ে কোনো কথা হয় না। এটা গণতন্ত্রের জন্য অত্যান্ত দুঃখজনক।’

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান প্রমুখ।

গোনিউজ২৪/এমবি

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন