ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালে বাঁধ দিয়ে মাছ চাষ, পানি পাচ্ছে না কৃষক


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৭, ১১:২৪ এএম আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৭, ০৫:২৮ এএম
খালে বাঁধ দিয়ে মাছ চাষ, পানি পাচ্ছে না কৃষক

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন থেকে পানিপ্রবাহ বন্ধ থাকায় বাঁধের পরের প্রায় দুই কিলোমিটার অংশ মরা খালে পরিণত হয়েছে।

সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, গত ২০১৫ সালে নলছিটি পৌর এলাকার ব্যবসায়ী মো. আকতার হোসেন, সিদ্ধকাঠির জাহিদ হাওলাদার, মিঠু খান, বাদশা হাওলাদার, সূর্যপাশা গ্রামের রুস্তুম আলী হাওলাদার ও নয়ন হাওলাদার উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের মালোয়ার গ্রামের প্রায় ৩৫ একর জমি লিজ নিয়ে মাছের ঘের তৈরি করেন। ঘেরে মাছ ছাড়ার কিছুদিনের মধ্যেই খালের ওপরে অবৈধভাবে ২টি বাঁধ নির্মাণ করেন। খাল আটকে বাঁধ নির্মাণের ফলে সাধারণ কৃষকরা ইরি/বোরো চাষের জন্য পানি পাচ্ছে না। ফলে ব্যাহত হচ্ছে ইরি/বোরো ধানের চাষ। বাঁধ নির্মাণে এলাকার লোকজন বাঁধা দিলে ঘের মালিকরা তাদের একাধিকবার মামলা ও হামলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

সরকারি খালে বাঁধ দেওয়ার ব্যাপারে ব্যবসায়ী আকতার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বাঁধ নির্মাণের বিষয়টি স্বীকার করে জানান, সিদ্ধকাঠী ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের কাছ থেকে লিখিত অনুমতি নেয়া হয়েছে।

সিদ্ধকাঠী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার বলেন, ‘খালের উপর বাঁধ নির্মাণের ব্যাপারে আমি কিছু জানি না।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা পারভীন বলেন, ‘সরকারি খালে বাঁধ নির্মাণের ব্যাপারে আমার জানা নেই। যদি কেউ অবৈধভাবে বাঁধ নির্মাণ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা