ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেটের নিয়ম পরিবর্তনে বিপদে পড়বে ক্রিকেটাররা!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক  প্রকাশিত: জুন ২৪, ২০১৭, ০৬:২৩ পিএম
ক্রিকেটের নিয়ম পরিবর্তনে বিপদে পড়বে ক্রিকেটাররা!

যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে শতবর্ষী পুরনো ক্রিকেটে প্রতিনিয়ত নানা পরিবর্তন আনা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সংযোজনকৃত এসব নিয়মে লাভের চেয়ে লসই হয় বেশি। 

চলতি বছরও বেশ কিছু পরিবর্তন যুক্ত হতে যাচ্ছে ক্রিকেটে। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থেকে শুরু করে ক্রিকেটাদের সাজানোতে আসছে পরিবর্তন। আগামী ১ অক্টোবর থেকে এই আইনগুলো কার্যকর হওয়ার কথা রয়েছে।

কমিটি আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস ব্যবহারের ন্যূনতম মানদণ্ড ঠিক করে দিয়েছে। এতে বল-ট্র্যাকিং ও এজ-ডিকটেশন প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। টেস্টে ৮০ ওভারের পর দলগুলো রিভিউ ফিরে পেত, সেটি আর হবে না। এখন থেকে টি-টোয়েন্টিতেও থাকবে রিভিউ। আম্পায়ার্স কলে রিভিউ হারানোর ভয়ও থাকছে না।

ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের শাস্তির বিষয়েও হয়েছে নতুন সিদ্ধান্ত। ফুটবল, হকিতে নিয়মিতই দেখা যায়। এখন থেকে দেখা যাবে ক্রিকেটেও। মাঠে গুরুতর অসদাচরণের জন্য খেলোয়াড়কে বাইরে পাঠানোর ক্ষমতা দেওয়া হয়েছে আম্পায়ারদের। আইসিসি জানিয়েছে, সব সদস্য এটা পুরোপুরি প্রয়োগ করতে সম্মত হয়েছে।

রানআউটের নিয়মের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। এখন থেকে ক্রিজের পেছনে মাটি স্পর্শ করার পর ব্যাট উঠে গেলেও আর রান আউট হতে হবে না। এছাড়া ব্যাট-বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যাটের আকৃতির ব্যাপারে সুপারিশের অনুমোদন দিয়েছে আইসিসি। ব্যাটের সর্বোচ্চ প্রস্থ ১০৮ মিলিমিটার, ডেপথ ৬৭ মিলিমিটার ও এজ ৪০ মিলিমিটার হতে হবে। আইসিসি ক্রিকেট কমিটি গত মে মাসে এই পরিবর্তনসহ অন্য যে সুপারিশগুলো করেছিল প্রধান নির্বাহীদের কমিটিতে সবগুলোই অনুমোদন পেয়েছে।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ