ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

ক্রিকেটারদের শতভাগ পাওনা পরিশোধ করে রেকর্ড গড়লো সিলেট সিক্সার্স


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ১০:১৭ এএম
ক্রিকেটারদের শতভাগ পাওনা পরিশোধ করে রেকর্ড গড়লো সিলেট সিক্সার্স

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়ে তামাক লাগিয়ে দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে না পারলেও খেলে গেছে দুর্দান্ত। সে সাথে নিজেদের প্রথম অংশগ্রহণের সবক্ষেত্রেই নতুন দৃষ্টান্ত তৈরির চেষ্টা করেছে দলটি।

সবার আগেই দেশি-বিদেশি ক্রিকেটারদের শতভাগ পাওনা পরিশোধ করেছে দলটি। বিপিএল গভর্নিং কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্ট শেষের এক মাসের মধ্যে শতভাগ পাওনা পরিশোধ করতে হবে ক্রিকেটারদের। কিন্তু সিলেটের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই সবাইকে পারিশ্রমিক তুলে দিয়েছে।

হোম ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুণ শুরুর পর সুপার ফোরে খেলার সম্ভাবনা তৈরি করেছিল সিলেট সিক্সার্স। পয়েন্ট টেবিলে শেষ পর্যন্ত পঞ্চমস্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করলেও, মাঠে নাসির-থারাঙ্গা-আন্দ্রে ফ্লেচারদের পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট ফ্রাঞ্চাইজি কর্ণাধাররা।

পূর্ণ পেশাদারিত্ব ধরে রাখার পাশাপাশি নতুন মৌসুমে আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল গড়ার অঙ্গীকার সিলেট সিক্সার্স কর্তৃপক্ষের।

সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত জানান, ‘বিপিএলে নিজেদের প্রথম অংশগ্রহণ হলেও, স্বল্প সময়ের মধ্যে ভালো দল গড়ার চেষ্টা ছিল। মাঠে দলের পারফর্মেন্সে আমরা খুশি। সিলেটের সমর্থকদের মতো আমাদেরও প্রত্যাশা ছিলো আরও ভালো করার। শেষ পর্যন্ত সেটি না হলেও, আমরা হতাশ নয়। নতুন মৌসুমে পূর্ণ উদ্যোমে সেরা দল গড়ার চেষ্টা থাকবে আমাদের।’

সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়েদ জানান, ‘সবার আগে পাওনা পরিশোধ করে আমরা দেশি-বিদেশি ক্রিকেটারদের একটা বার্তা দিতে চেয়েছি। সেটি হল, সিলেট সিক্সার্স শতভাগ পেশাদারিত্বের মানসিকতা নিয়েই বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। যেখানে ক্রিকেটারদের স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।’

বিপিএল গভর্নিং কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই অংশগ্রহণকারী সব ক্রিকেটারের কমপক্ষে ৫০ ভাগ পাওনা পরিশোধ করতে হয়। সে অনুযায়ী আগেই নিজেদের পাওনার অর্ধেক বুঝে পায় ক্রিকেটাররা। এবার বাকি অর্থ বুঝে পেয়েছেন তারা।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ