ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা দাবি, এসআইয়ের বিরুদ্ধে মামলা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেট প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৯:১২ এএম
ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা দাবি, এসআইয়ের বিরুদ্ধে মামলা

যশোর: যশোর সদরের বসুন্দিয়া ক্যাম্পের এসআই ফজর আলীসহ ৭ পুলিশ ও আনসার সদস্যের নামে আদালতে মামলা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে প্রতিবেশী ব্যবসায়ী বিটু আহমেদ ও তার পার্টনারকে মারপিট এবং চাঁদাদাবির অভিযোগে এ মামলা করা হয়।

সোমবার একই উপজেলার গাইদগাছি গ্রামের মুক্তিযোদ্ধা ওহাব মুন্সির ছেলে পরিবহন ব্যবসায়ী বিটু আহমেদ এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (যশোর কোতোয়ালি) বিচারক নুসরাত জাবীন নিম্মী অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন- বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই ফজর আলী, এএসআই ওবাইদুর রহমান, কনস্টেবল আলমগীর, লুৎফর রহমান, রফিকুল ইসলাম ও আনসার নায়েক নুর নবী, সিপাহী রুহুল আমিন।

মামলায় উল্লেখ করা হয়েছে, পরিবহন ব্যবসায়ী বিটু আহমেদ যশোর সদরের গাইদগাছি গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন। একই বাসার অপর ফ্লাটে ভাড়া থাকতেন এসআই ফজর আলী। তিনি প্রতিদিন গভীর রাতে বাসায় ফিরলে বিকট শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে ও ডাকাডাকি করে স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলতেন। এতে প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত ঘটত। বিষয়টি বিটু আহমেদ বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক অভিযোগটি এসআই ফজর আলীকে বলেন। এতে ফজর আলী ক্ষিপ্ত হন বিটু আহমেদের ওপর।

গত ৯ জুন সন্ধ্যায় এসআই ফজর আলী প্রতিবেশী বিটু আহমেদের স্ত্রীকে ডেকে গালিগালাজ করেন। বিষয়টি মোবাইল ফোনে জানালে  বিটু ও তার ব্যবসায়িক পার্টনার শরিফুল ইসলাম বাসায় আসেন।

এ সময় শরিফুল ইসলাম এসআই ফজর আলীর কথার প্রতিবাদ করলে বসুন্দিয়া ক্যাম্পে ফোন করে তিনি অপর আসামিদের ডেকে নিয়ে আসেন। আসমিরা একত্রে বিটু আহমেদ ও রফিকুল ইসলামকে বেদম মারপিট করে ক্যাম্পে নিয়ে যান। ক্যাম্পে নিয়ে তাদের আরও এক দফা মারপিট করার ফলে রফিকুল ইসলামের পা ভেঙে যায়। এসআই ফজর আলী তাদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করে। এরমধ্যে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ তাদের উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে।

গুরুতর আহত রফিকুল ইসলাম ভারত ও বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালের প্রফেসর আব্দুল গণি মোল্লার অধীনে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে দুইজন কিছুটা সুস্থ হওয়ায় বিটু আহমেদ আদালতে এ মামলা করেছেন।   

গো নিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা