ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাচ মিসে ধুঁকছে বাংলাদেশ!


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৭, ০৫:৪০ পিএম আপডেট: মে ২৪, ২০১৭, ১১:৪০ এএম
ক্যাচ মিসে ধুঁকছে বাংলাদেশ!

আজকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যেতে পারতেন টম ল্যাথাম। যদিও ভাগ্য সহায় হওয়ায় ইনিংসের তৃতীয় বলে বেঁচে যান নাসির হোসেন ক্যাচ মিস করায়। নতুন ‘জীবন’ পেয়ে ইনিংস লম্বা করে নিয়ে যাচ্ছেন এই ওপেনার। ইতিমধ্যে পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি।

এ প্রতিবেদল লিখা পর্যন্ত  নিউজিল্যান্ডের সংগ্রহ  ২৬.২ ওভারে ১৪৪ রান। উইকেট পড়েছে ১ টি।

এদিন টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই টাইগারদের উইকেট এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এই পেসারের স্লোয়ারে প্যাভিলিয়নে ফিরে গেছেন ওপেনার লুক রঞ্চি। প্রথম উইকেটটা পেয়ে যেতে পারতেন মাশরাফি, পাননি নাসির হোসেন ক্যাচ মিস করায়। সাকিব অবশ্য ভুল করেননি। মুস্তাফিজের স্লোয়ারে বোকা বনে গিয়ে রঞ্চি বল মারেন উড়িয়ে, বৃত্তের ভেতর থেকে বল তালুবন্দি করতে সমস্যা হয়নি সাকিবের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন নাসির হোসেন। সানজামুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজের আগের পাঁচ ম্যাচে যারাই টস জিতেছে, নিয়েছে ফিল্ডিং। বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও নিয়েছেন একই সিদ্ধান্ত। চ্যাম্পিয়নস ট্রফির আগের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিংয়ের। ডাবলিনের এই ম্যাচটি জিতলে আবার র‌্যাংকিংয়ে সাত থেকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ম্যাচটি তাই এই কারণেও গুরুত্বপূর্ণ।
গো নিউজ২৪/এআ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ