ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোয়ালিফায়ার ম্যাচে রিজার্ভ ডে নেই, ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা!


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৭, ০৯:২৩ পিএম
কোয়ালিফায়ার ম্যাচে রিজার্ভ ডে নেই, ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি পঞ্চম আসর একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছে ঢাকা ডায়নামাইটস।  আজ রবিবার রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট দল। কিন্তু ম্যাচটা আদৌ শেষ হবে তো? মাত্র ৭ ওভার খেলা গড়ানোর পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম দখল করে নিয়েছে বৃষ্টি।

চলতি আসরে শুধুমাত্র ১২ তারিখের ফাইনাল ম্যাচটির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। কিন্তু নক আউট পর্বের বাকী ৩ ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই! আজকের ম্যাচটি যদি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়, তাহলে 'মোস্ট উইন' নীতিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফাইনালে পৌঁছে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। কপাল পুড়বে রংপুর রাইডার্সের। ফাইনালের আগে আগামীকাল সোমবার বিরতি আছে বিপিএলে। তাহলে কেন রিজার্ভ ডে রাখা হলো না, সেই প্রশ্ন তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রিকেটপ্রেমীরা।

সোশ্যাল সাইটে ঝড় উঠেছে সমালোচনার। মোহাম্মদ পাঠান নামে একজন লিখেছেন, 'এটা কোনো নিয়ম হল? তাহলে কোয়ালিফায়ার ম্যাচের দরকার কী? পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের ফাইনাল খেলানোর নিয়ম করলেন না কেন?'

পিয়াস আহমেদ লিখেছেন, 'এই জাতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে এমন নিয়ম রাখার কোনো মানেই হয় না।

এটা তো ইউরোপিয়ান ফুটবল লিগের মত পয়েন্টের মাধ্যমে শিরোপা নির্ধারন লিগ নয়।  তাহলে এই নিয়ম কেন?? প্রয়োজনে 'রিজার্ভ ডে' ব্যবস্থা রাখা উচিৎ। অার এমন বাজে নিয়মের জন্যে যদি রংপুর বাদই পড়ে, তাহলে অার খেলাই দেখব না বিপিএলের। '
রবিন খান লিখেছেন, 'সাত বলের ওভার, রিজার্ভ ডে ছাড়া নক-আউট পর্ব নিয়ে বিপিএলকে কীভাবে আইপিএলের সমকক্ষ দাবি করে বিসিবি? হাস্যকর!'

'পজেটিভ মুবিন' আইডি থেকে একজন লিখেছেন, 'বিপিএলের মতো বৈশ্বিক আসরের গতবারও বিপিএলের শিডিউল বদলেছে।  এবারও শুরুর আগে দুই দফা বদলেছে সূচি।  এই যে হাজার হাজার দর্শক এমন একটা ম্যাচ দেখতে মাঠে আসবে। আরো কত মানুষ এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে। এখন বৃষ্টির জন্য এবং রিজার্ভ ডে না থাকায় এরকম একটা ম্যাচ খেলা না হলে তো এমন বড় একটি আসরের দর্শকদের জন্যও তা অনেকটা অবিচারের মতো হয়ে যায়।

যদিও এই সময়ে সাধারণত বৃষ্টি হয়না বাংলাদেশে, কিন্তু রিজার্ভ ডে না রাখাটা বিপিএল গভর্নিং কাউন্সিল তথা বিসিবির অদূরর্দর্শিতার সামিল বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে ফজলুল নামে একজন লিখেছেন, 'কুমিল্লার সমর্থক হিসেবে আমি চাই যেন ম্যাচটি পরিত্যক্ত না হয়। আমরা নিজেদের প্রমাণ করে ফাইনালে যেতে চাই। '

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে