ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলির জীবন বদলে দেওয়ার পেছনে যার অবদান


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ০৮:০৯ পিএম
কোহলির জীবন বদলে দেওয়ার পেছনে যার অবদান

বিরাট কোহলির সাফল্যের পেছনে কে রয়েছেন? তা নিয়ে রহস্য। কেউ বলেন কোহলি স্বয়ং। আবার কেউ বলেন খাদ্যাভাসে পরিবর্তন কোহলিকে বদলে দিয়েছে।

বিরাট কোহলি মনে করিয়ে দিচ্ছেন সেই মিডাস রাজাকে। যা ধরছেন, তাতেই সোনা ফলছে। তাঁর ব্যাট কথা বলছে। একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে তাঁর দল। শতরানের পর শতরান হাঁকাচ্ছেন। বিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন ভারত অধিনায়ক। মাঠের বাইরেও তার ব্র্যান্ড ভ্যালু বাড়ছে ক্রমাগত। ওয়াকিবহাল মহল মনে করছে, অল্প কয়েকদিনের মধ্যেই বিরাট ছাপিয়ে যাবেন সবাইকে। 

কোহলির সাফল্যের পিছনের কারণ কী? গোটা বিশ্ব তোলপাড় সেই প্রশ্ন নিয়ে। কোহলি নিজেই সেই রহস্য ফাঁস করেছেন। তাঁর সাফল্যের পিছনে একটি বইয়ের বড় ভূমিকা রয়েছে। বইটি পরমহংস যোগানন্দের লেখা ‘দ্য অটোবায়োগ্রাফি অফ এ যোগী’ (Autobiography of a Yogi By Paramhansa Yogananda)। এই বই পড়েই  অনুপ্রাণিত হয়েছেন কোহলি। সবাইকে এই বই পড়ার জন্য আহ্বান করেছেন তিনি। 

এই সেই বই, যা কোহলির জীবন বদলে দিয়েছে। ছবি: ফেসবুক।

বিরাট কোহলি মাঠের ভিতরে অস্বাভাবিক রকমের আগ্রাসী। শতরান হাঁকানোর পরে বিরাট উচ্ছ্বাস সামাল দিতে পারেন না। মাঠের বিরাটকে দেখে বোঝার উপায় নেই যে তিনি আধ্যাত্মিক বই পড়েন। কিন্তু ঘটনা হল, এই বই পড়েই কোহলি এখন সাফল্যে পাচ্ছেন। মেঘের উপর দিয়ে হাঁটতে শুরু করেছেন। 

দিনকয়েক কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা বলেছিলেন, ভারত অধিনায়ক নিজের খাদ্যাভাসে ব্যাপক রদবদল এনেছেন। এক সময়ে মশলাদার খাবার ছাড়া অন্য কিছু খেতেন না তিনি। কিন্তু ভাল ক্রিকেটার হওয়ার জন্য মশলাদার খাবার ছেড়ে দিয়েছেন। রোল, বাটার চিকেনের মতো খাবার আর মুখে তোলেন না। সংযম, আত্মত্যাগের জন্যই কোহলি আজ আকাশ ছুঁয়েছেন। খাদ্যাভাসে পরিবর্তন এবং পরমহংস যোগানন্দের বই বদলে দিয়েছে কোহলিকে।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ