ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোহলির ঘাড়ে ছুরি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ০৮:৩৩ পিএম
কোহলির ঘাড়ে ছুরি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন দল ভারত। ২০১৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে স্বাগতিকদেরকে হারিয়ে শিরোপা জেতে তারা। এবার টুর্নামেন্টের অষ্টম আসরও হবে ইংল্যান্ড ও ওয়েলসে। 

১লা জুন থেকে শুরু হতে যাওয়া এ লড়াইয়ের আগে টুর্নামেন্ট নিয়ে বিভিন্ন ধরনের কথা বললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করেন, বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি বেশি কঠিন। এছাড়া দেশের বাইরে খেলতে গেলে ঘাড়ের ওপর কেউ ছুরি ধরে রেখেছে- অনুভব করেন বলেও জানালেন তিনি। 

বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি কেন কঠিন তার ব্যাখ্যা দিতে গিয়ে কোহলি বলেন, ‘বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচ খেলে নিজেদেরকে প্রস্তুত করা ও মানিয়ে নেয়ার সুযোগ থাকে। এরপর আসে কঠিন লড়াই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ থেকেই আপনার সেরা খেলাটা খেলতে হবে। এখাতে প্রস্তুতি নেয়ার কোনো সুযোগ নেই। একটু এদিক-ওদিক হলেই বিদায়।’ দেশের বাইরে খেলা ভারতীয় ক্রিকেটারদের জন্য কতটা চাপের তাও জানালেন তিনি।

কোহলি বলেন, ‘উপমহাদেশের খেলোয়াড়দের দেশের বাইরে খেলা অনেকটা জীবন-মরণের মতো হয়ে দাঁড়ায়। কেন পরিস্থিতি এমন হয় আমি বুঝি না। যদি কোনো দল ভারতে গিয়ে ভাল না করতে পারে এবং হেরে ফেরে তাহলে তাদের নিয়ে দেশে খুব বেশি হৈ চৈ হয় না। কিন্তু আমরা যদি দেশের বাইরে খারাপ করি কিংবা হারি তাহলে মনে হয় কেউ ঘাড়ের ওপর ছুরি ধরে আছে।’ তবে কন্ডিশন কোনো ব্যাপার নয় বলে জানালেন কোহলি, ‘আমি কখনো দায় এড়ানোর জন্য খেলি না। দেশের হয়ে জেতাই আমার সবসময় লক্ষ্য থাকে। কোন পরিবেশে খেলছি সেটা কোনো ব্যাপার নয়। এটা উপমহাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা হতে পারে। সব জায়গায় আমার লক্ষ্য থাকে, নিজের সেরাটা দিয়ে দেশকে জেতানো।’

৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ৪ জুন নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

গো নিউজ ২৪/এস কে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ