ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহলিও এই জায়গায় ঠিকই চোকার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৭, ০৪:০১ পিএম আপডেট: জুন ২৩, ২০১৭, ১০:০১ এএম
কোহলিও এই জায়গায় ঠিকই চোকার

ক্রিকেটীয় ভাষায় চোকার শব্দটির কথা অনেকেই জানেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার জন্যই শব্দটি এতটা পরিচিত। বিশ্ব ক্রিকেটের বড় ইভেন্টে গুরুত্বপূর্ণ সময়ে ভেঙে পড়ার জন্যই এই নাম।   

পুরো বছর জুড়েই আধিপত্য বিস্তার করা দলটিই কোনো না কোনো বড় আসরে গিয়ে খেই হারিয়ে ফেলে। তাই বলাই যায় রেকর্ড যদিও থাকে খুঁতও তাহলে তার নিত্য সঙ্গী।

শচীন টেন্ডুলকারের কথাই ধরা যাক। যিনি সেঞ্চুরির সেঞ্চুরি পর্যন্ত করেছেন। কিন্তু তার এই সেঞ্চুরির বেশিরভাগ ম্যাচই হেরেছে ভারত।

ক্রিকেটে বিরাট কোহলিকে ভারতের নতুন টেন্ডুলকার হিসেবে দেখা হয়। ওয়ানডেতে এরই মধ্যে ৫৪ গড়ে ৮ হাজার রান করে ফেলেছেন, সেঞ্চুরি করেছেন ২৭টি। টেস্টেও শুরুর হোঁচট কাটিয়ে প্রায় ৫০ গড়ে রান করেছেন ৪৪৯৭। 

ক্রিকেটে অাবির্ভাবের পর থেকেই একের পর এক রেকর্ডও ভেঙেছেন তারকা এ ক্রিকেটার। বিরাট কোহলির খেলার ধরনও প্রায় নিখুঁত। তাই বলে তার কোনো খুঁত নেই সেটিও বলা যাবে না।

কারণ ওয়ানডেতে হারলেই বাদ, এমন ম্যাচে কোহলির যে রেকর্ড, তা ভারত অধিনায়ককেও লজ্জা দেবে। 

পুরো ওয়ানডে ক্যারিয়ারে ৫৪.১৪ গড় আর ৯১ স্ট্রাইক রেটে রান করেছেন ৮ হাজারেরও উপরে। এই কোহলি নকআউট পর্বের ওয়ানডেতে ১৪ ম্যাচ খেলে মাত্র দুটি ফিফটি করেছেন। একটিও সেঞ্চুরি নেই। দুই ফিফটির একটি অবশ্য অপরাজিত ৯৬ রানের ইনিংসের। এটি প্রভাব ফেলেছে তাঁর গড়ে। না হলে গড় আরও কম হতো। তবে এখন যেটি আছে, সেটিও কোহলির নামের পাশে বেমানান—৩১.৩৬!

এই ১৪ ম্যাচের বেশির ভাগ সময় ভারত জিতেছে বলে আলাদা করে তার ব্যর্থতা চোখে পড়েনি। এই ১৪ ম্যাচের ৯টিতেই জিতেছে ভারত।

২০১০ সালে ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র দ্বিতীয় ওভারে অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। 

২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডেভিড হাসির ফুলটসও সামলাতে পারেননি, ২৪ রানে ফিরে গিয়েছিলেন। সেবার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৯ রানে আউট হন ব্যাকওয়ার্ড পয়েন্টে; ঠিক গত ১৮ জুনের আউটটির মতো। এমনকি ২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩ রান করে ফিরে গিয়েছিলেন কোহলি। তাহলে বলাই যায় ক্রিকেট বিশ্বকে শাসন করতে আসা কোহলিও এই জায়গায় ঠিকই চোকার।

 

গো নিউজ২৪/জা আ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ