ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলি ক্রিকেটের ট্রাম্প


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২১, ২০১৭, ০৮:৫৪ পিএম
কোহলি ক্রিকেটের ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত জল্পনা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পরে ট্রাম্পকে নিয়ে অজস্র অজানা খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। এ তো গেল রাজনীতির কথা। খেলার জগতে ‘ডোনাল্ড ট্রাম্প’ কে?

রাঁচিতে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট ড্র হয়েছে।। ধর্মশালায় শেষ টেস্টেও টানটান লড়াই হবে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম যে অন্য কিছু চাইছে। সিরিজ জিতে তবেই ভারত ছাড়তে চাইছে অস্ট্রেলিয়া। প্রথম থেকেই কোহলির নেতিবাচক দিক নিয়ে হাইলাইট করে খবর প্রকাশ করেছে অজি মিডিয়া।

এবার ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ডেকে আনল। তাঁর সঙ্গে বিরাটের তুলনা টানল ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’।  রাঁচি টেস্টের আগেও ভারত অধিনায়ক ও অনিল কুম্বলের সমালোচনা করেছে একটি অজি মিডিয়া।

অভিযোগ ছিল, ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়ে ‘মাঙ্কিগেট’ বিতর্কের অন্যতম মাথা ছিলেন ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলে। এ বার তিনি কোচ হয়ে বিরাটকে ইন্ধন দিচ্ছেন বলে লেখালেখি হয়েছে অস্ট্রেলিয়ার মিডিয়ায়। মাঠের ভিতরের ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাপার নিয়ে রিপোর্ট করা হয়েছে মিডিয়ায়।

শুধু বিরাট নন, গোটা ভারতীয় দলের স্পিরিট নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রচারমাধ্যমে। রাঁচি টেস্টে স্টিভ স্মিথের শতরানের পরে ভারতীয় ক্রিকেটাররা কেন তাঁকে অভিবাদন জানাননি, তা নিয়েও কালি খরচ হয়েছে।

রাঁচি টেস্ট ড্রয়ের পরে সেই ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ কোহলিকে খেলার জগতের ডোনাল্ড ট্রাম্প’ বলেছে। নিজেকে লুকোনোর জন্য প্রচারমাধ্যমকে নাকি কেবল দোষারোপ করেন ভারত অধিনায়ক। বিরাট কোহালি ক্রমশ বিশ্ব ক্রিকেটের ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠছেন। ট্রাম্পের মতো সংবাদ মাধ্যমকে অভিযুক্ত করেছেন বিরাট।  ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ এ লেখা হয়েছে, ‘বিরাট কোহালি বিশ্ব ক্রীড়ার ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠছে। প্রেসিডেন্ড ট্রাম্পের মতো, কোহালিও ঠিক করে নিয়েছেন সংবাদ মাধ্যমকে অভিযুক্ত করবেন নিজেকে ঢাকতে।’

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ