ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোন দল কবে পেয়েছিলো টেস্ট স্ট্যাটাস, জানেন কি?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৭, ১০:০১ এএম
কোন দল কবে পেয়েছিলো টেস্ট স্ট্যাটাস, জানেন কি?

১৭ বছর পর আবার কোনো দল টেস্ট স্ট্যাটাস পেল।  আইসিসির খাতায় যুক্ত হলো আরো দু’টি নাম।  সর্বশেষ আইসিসির টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। ২০০০ সালে। তারপর ক্রিকেটের টেস্ট পরিবারের সদস্য হতে দেখা যায়নি কোনো দেশকেই। অবশেষে ক্রিকেটের এই অভিজাত ক্লাবে এসেছে নতুনত্ব। টেস্ট ক্রিকেট পেয়েছে নতুন দুই সদস্য। লন্ডনে আইসিসির সভায় আনুষ্ঠানিকভাবে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে। একাদশ ও দ্বাদশ সদস্য হিসেবে টেস্টখেলুড়ে ক্লাবের অন্তর্ভুক্ত হয়েছে দেশ দুটি। 

এছাড়া এক নজরে দেখে নেয়া যাক কোন দেশ কবে পেয়েছে আইসিসির টেস্ট স্ট্যাটাস? ১৮৭৭ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।  যেহেতু তারা প্রথম উদ্বাবক। তাদের হাত ধরেই যাত্রা শুরু করেছিল টেস্ট ক্রিকেট। ফলে তাদেরকে কোনো স্বীকৃতির অপেক্ষায় থাকতে হয়নি, তারা বড় ভাই বা গুরু হিসেবে এখনও চলছেন। 

ঠিক এক যুগ পর, ১৮৮৯ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর টেস্ট খেলুড়ে ক্লাবের চতুর্থ সদস্যের জন্য অপেক্ষা করতে হয়েছিল লম্বা সময়। একসময়ের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পেয়েছিল ১৯২৮ সালে এসে।

এরপর অবশ্য দ্রুতই আরো দুই সদস্য জুটিয়ে ফেলেছিল ক্রিকেটের অভিজাত এই ক্লাব। ১৯৩০ সালে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডকে। আর তার ঠিক দুই বছর পর এই ক্লাবের সদস্য হয়েছিল ভারত। ১৯৩২ সালে ভারত অবশ্য ছিল ইংল্যান্ডের উপনিবেশ। তবে আলাদাভাবেই টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল অবিভক্ত ভারত।

ইংলিশ উপনিবেশের ফলে উপমহাদেশে ভালোই জনপ্রিয় হয়ে উঠেছিল ব্যাট-বলের এই লড়াই। ফলে ১৯৪৭ সালে ভারত, পাকিস্তান নামে নতুন দুই রাষ্ট্রের জন্ম হওয়ার পর ক্রিকেট বিশ্ব পেয়ে গিয়েছিল আরেক টেস্টখেলুড়ে দেশ। ১৯৫২ সালে সপ্তম দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল পাকিস্তান।

এরপর আবার আসে দীর্ঘ বিরতি। টেস্টখেলুড়ে ক্লাবের অষ্টম সদস্য হিসেবে শ্রীলঙ্কার নাম আসে ৩০ বছর পর। ১৯৮২ সালে। ১০ বছর পর ১৯৯২ সালে যুক্ত হয় জিম্বাবুয়ে। আর একবিংশ শতাব্দীর শুরুতেই, ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ।

প্রায় দেড় যুগ পর আবার এসেছে নতুন টেস্টখেলুড়ে দেশের নাম। এবার একই সঙ্গে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে দুটি দেশ, আয়ার‍ল্যান্ড ও আফগানিস্তানকে। এবারই প্রথমবারের মতো একসঙ্গে দুটি দেশের নাম ঢুকে গেল টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে।

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ