ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোটালীপাড়ায় ছাত্রদল নেতার মামলায় আটক ছাত্রলীগের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৩, ২০১৭, ০৮:২০ পিএম
কোটালীপাড়ায় ছাত্রদল নেতার মামলায় আটক ছাত্রলীগের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক

শামিম দাড়িয়া ও তানবীর শুভ’র মুক্তির দাবিতে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রদল সহ-সভাপতির মিথ্যা মামলায় কারাগারে উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি শামিম দাড়িয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর শুভকে আটকের পর জেলে প্রেরন করা হয়েছে। এদিকে তাদের মুক্তির দাবিতে উত্তাল কোটালীপাড়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মার্চে উপজেলা ছাত্রদল সহ-সভাপতি দিদার দাড়িয়ার সঙ্গে উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি শামিম দাড়িয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর শুভ’র বাক-বিতণ্ডা হয়। পরবর্তীতে তা হাতাহাতিতে রুপ নেয় এবং এতে আহত হন দিদার দাড়িয়া।

গত ২১ শে মার্চ আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হন শামিম দাড়িয়া ও তানভীর শুভ। এর পরই তাদের মুক্তির দাবিতে সামাজিক মাধ্যমে সোচ্চার হয় কোটালীপাড়া ছাত্রলীগের নেতাকর্মীরাসহ সাধারণ জনগন।

এদিকে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০টায় কোটালীপাড়া উপজেলা চত্ত্বরে শামিম দাড়িয়া ও তানবীর শুভ’র মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ। সমাবেশ চলাকালে খুলনা-বরিশাল সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

সমাবেশে উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি রাসেল,জুয়েল, রেজোয়ান। যুগ্ম সাধারণ সম্পাদক অপু। সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানসহ উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির ও কোটালীপাড়া কলেজের সাবেক ভিপি চপল সরদার।

সাবেক ভি.পি নাজমুল সরদার চপল বলেন, শামিম ও শুভ কারাগারে থাকা মানে আমাদের জন্য চরম অপমানের ও লজ্জার। ধিক্কার জানাই সেই সকল ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের যাদের মদদে আজ ছাত্রদলের নেতার মিথ্যা মামলায় শামিম ও শুভ কারাগারে আছে।

তিনি আরো বলেন, দিদার দাড়িয়াকে ব্যবহার করে ছাত্রলীগের অন্তঃকোন্দল সৃষ্টিকারী তথা দিদারের মদদ দাতা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম রিমো।

উপজেলা ছাত্রলীগের সাধারান সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ছাত্রদলের ক্যাডারকে প্রতিহত করতে গিয়ে শামিম ও শুভ মিথ্যা মামলায় গ্রেপ্তারের শিকার হয়েছে।  উপজেলা ছাত্রলীগের কিছু নেতা ছাত্রদল ও ছাত্রশিবির নেতাদের সঙ্গে আতাত করে বলে আজকে এই পরিবেশের সৃষ্টি হয়েছে। তানবীর শুভকে মুক্তি না দেয়া পর্যন্ত কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ রাজপথে থাকবে।

 

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক নেতা বলেন, কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুখ ছাত্রদল ও ছাত্রশিবির নেতাদের সঙ্গে যোগসাজগে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিলের জন্য এই মিথ্যা মামলায় সরাসরি সহায়তা করছেন এবং নেতাদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করছেন।

তারা আরো বলেন বর্তমান ওসির সঙ্গে ছাত্রদল নেতা দিদারের সম্পর্ক এত ভালো যে, ওসি তাঁর বাসায় দাওয়াতও খেতে যান। সরকারের কোন সংস্থা নিরপেক্ষ তদন্ত করে তাহলে আমাদের কথার সম্পূর্ণ সত্যতা পাওয়া যাবে এবং ওসি যে এই সব কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সেটা প্রমানিত হবে।

বিক্ষোভ সমাবেশে অবিলম্বে মিথ্যা মামলা থেকে জনপ্রিয় ছাত্রনেতা শামিম দাড়িয়া ও তানবীর শুভর মুক্তি দাবির জানিয়েছেন এলাকাবাসী। নেতারা বলেন থানার ওসি উক্ত ঘটনার কোন সমাধানের চেষ্টা না করে উল্টো আটক ছাত্রলীগ নেতাদের রিমান্ডে নেওয়ার পায়তারা করছে। আমরা প্রশাসনের কাছে উক্ত ঘটনার সঠিক সুরাহা এবং ওসি'র নৈরাজ্যের ব্যাপারে তদন্তের আহ্বান জানাচ্ছি।    

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা