ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কে হচ্ছেন সেরা ব্যাটসম্যান-বোলার? তালিকায় যারা আছেন


গো নিউজ২৪ প্রকাশিত: মে ১৫, ২০১৬, ০২:০১ পিএম
কে হচ্ছেন সেরা ব্যাটসম্যান-বোলার? তালিকায় যারা আছেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই নতুন রমাঞ্চ। নতুন উন্মাদনা। গত ৯ এপ্রিল শুরু হয় আইপিএল এর চলতি আসর। এ আসরে বরাবরের মত দেখা মিলেছে ব্যাটসম্যানদের তাণ্ডব। যাদের ব্যাটে ঝলক তারাই আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায়।

  * ফলাফল ২৮  মে ২০১৬ পর্যন্ত।

আসুন দেখে নেই আবারের আইপিএল আসরে এ পর্যন্ত সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকা-  

১। বিরাট কোহলি: ১৫ ইনিংস খেলে বিরাট কোহলি ৯১৯ রান করে এ লড়াকু ব্যাটসম্যান তালিকার শীর্ষে আছেন। সর্বোচ্চ ১০৯ রানের ইনিংসও আছে তাঁর। গড় রান ৯১.৫০। এখন পর্যন্ত ৪ টি শতক উপহার দিয়েছেন তিনি।   

 

২। ডেভিড ওয়ার্নার:  এই ব্যাটসম্যান ১৬ ইনিংস খেলেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা এ ব্যাটসম্যানের সংগ্রহ ৭৭৯ রান। এ পর্যন্ত সর্বোচ্চ অপরাজিত ৯৩ রানের ইনিংস আছে তাঁর। গড় রান ৫৯.১৮। 

 

 ৩।  এবি ডি ভিলেয়ার্স: ১৫ ইনিংস খেলে ভিলেয়ার্স রান করেছেন ৬৮২। এ পর্যন্ত আসরের  তৃতীয় স্থানে থাকা এই ব্যাটসম্যানের এক ইনিংস এ সর্বোচ্চ রান ১২৯। গড় রান ৫০. ৭৭। 

 

৪. গৌতম গম্ভীর: ১৫ ইনিংস খেলে তাঁর সংগ্রহ ৫০১ রান। সর্বোচ্চ ৯০ রানের ইনিংস এবং গড় রান  ৪১.৫০।

 

৫. রহিদ শর্মা: ১৪ ইনিংস খেলে সংগ্রহ ৪৮৯ রান। এ পর্যন্ত সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস আছে তাঁর। গড় রান ৪৪.৫৫। 

 

৬. আজিঙ্কা রেহানি: ১৪ ইনিংসে তাঁর সংগ্রহ ৪৮০ রান। এ পর্যন্ত সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস আছে তাঁর। গড় রান ৪৬.১০।

 

 

৭। শিখড় ধাওয়ান: ১৪ ইনিংস খেলে তাঁর সংগ্রহ ৪৬৩ রান। সর্বোচ্চ ৮২ রানের ইনিংস এবং গড় রান ৪৫.৭৫।

 

 

চলতি আইপিএলে এখনও পর্যন্ত একাধিক বোলারের মারাত্মক স্পেল দেখেছে ক্রিকেটপ্রেমীরা। মিচেল ম্যাকক্লেনাঘ্যানের মারাত্মক স্পেল থেকে মুস্তাফিজুরের অসাধারণ কাটারে বিভ্রান্ত হতে দেখেছে তাবড় ব্যটসম্যানদের।

এক নজরে দেখে নেওয়া যাক এ বারের আইপিএলের আট সেরা বোলারকে।

১. ভুবনেশ্বর কুমার: ১৬ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন এই বলার । তারও সেরা বোলিং গুজরাটের বিরুদ্ধে। ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তিনি হায়দ্রাবাদের হয়ে খেলছেন। 

 

২. শেন ওয়াটসন:  ১৫ ম্যাচ  খেলে ২০ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং গুজরাটের বিরুদ্ধে ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট।

 

৩. কাহালঃ ১২ ম্যাচ খেলে এখন পর্যন্ত ২০ টি উইকেট নিয়েছেন এই বলার। ২৫ রানে ৪ উইকেট তার সেরা বোলিং। তিনি বাঙ্গালর  এর হয়ে খেলছেন।

 

৪. কুলকারিনিঃ চলতি আইপিএলের অন্যতম সফল বোলার তিনি । ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন তিনি।

 

 

৫. মিচেল ম্যাকক্লেনাঘ্যান: মুম্বই ইন্ডিয়ান্সের এই পেসার ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন এই বলার। গুজরাতের বিরুদ্ধে ২১ রানে ৪ উইকেট তার সেরা বোলিং। 

 

৬ . মুস্তাফিজুর রহমান: ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে ৬ নম্বরে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর। মুম্বইয়ের বিরুদ্ধে ১৬ রানে তিন উইকেট তার সেরা বোলিং।

 
৭. সন্দীপ শর্মা: চলতি আইপিএলের অন্যতম ইকনমিক্যাল বোলার পঞ্জাবের সন্দীপ। ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি।

 

৮. বুমরা: বুমরা ১৪ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন। সেরা বোলিং  ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট।

 

৯. আন্দ্রে রাসেল: নাইট শিবিরের অন্যতম ভরসা ক্যারিবিয়ান রাসেলও নিয়েছেন ১২ ম্যাচে ১৫ উইকেট। । পঞ্জাবের বিরুদ্ধে ২০ রানে ৪ উইকেট তার সেরা বোলিং। 



১০. ব্রাভো: ১৪  ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন  গুজরাটের  এই বলার। ২২ রানে ৪ উইকেট তার সেরা বোলিং। 

  

এস বি/এম/ বিকে 

 

আরও পড়ুন

আইপিএলে সেরা বিদেশি বোলার হওয়ার যুদ্ধে মুস্তাফিজ!

কনের বয়স লুকাতেই কি গোপন বিয়ে রুবেলের?

রুবেলের বিয়ের কাবিন ৬ লাখ টাকা

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ