ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় বাস-ট্রাক চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৭, ১১:২২ এএম
কুষ্টিয়ায় বাস-ট্রাক চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

কুষ্টিয়া: তিন পরিবহন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।  ফলে কুষ্টিয়া থেকে কোনো রুটে বাস ও ট্রাক ছেড়ে যায়নি।  এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

কুষ্টিয়ায় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রোববার সকাল ৬টা থেকে জেলার সকল রুটে একযোগে এই ধর্মঘট শুরু হয়।  জেলার পরিবহন মালিক সংগঠনগুলোও এই ধর্মঘটে সমর্থন জানিয়েছে।

কুষ্টিয়ার বটতৈল এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে এক কেজি হেরোইন উদ্ধারের পর র‌্যাব সদস্যরা ওই বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করে।  শনিবার সকালে কুষ্টয়ার র‌্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  ওই শ্রমিকদের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আজ থেকে জেলার সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয় ওই সংগঠনগুলো।

কুষ্টিয়ার খলিশাকুণ্ডী থেকে আসা আবুল বাসার নামে এক ব্যক্তি বলেন, ‘কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আমার স্ত্রী অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।  কিন্তু বাস বন্ধ থাকার কারণে ইজিবাইকে করে কুষ্টিয়ায় আসতে হয়েছে।  এতে অতিরিক্ত টাকা খরচ হয়েছে।’

ঝিনাইদহের ত্রিবেনী থেকে আসা আব্দুল হামিদ তার পরিবারের সদস্যদের নিয়ে ভেড়ামারায় যাবেন।  কিন্তু বাস বন্ধ থাকায় বেকায়দার পড়তে হয়েছে তাকে।  পরে উপায় না দেখে অতিরিক্ত টাকা দিয়ে ইজিবাইকে করে ভেড়ামারার দিকে রওয়ানা হন তিনি। 

এদিকে কুষ্টিয়ার সড়ক মহাসড়কে ইজিবাইক, অটোরিকশা ও সিএনজিতে করেই চলাচল করছে যাত্রী সাধারণরা।  তবে দূরপাল্লার পরিবহনগুলো কুষ্টিয়ার উপর দিয়ে চলতে দেখা গেছে।

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম জানান, র‌্যাব সদস্যরা প্রকৃত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের না ধরে পরিবহন শ্রমিকদের গ্রেপ্তার করে বার বার হয়রানি করছে।  একই সঙ্গে যে বাসে মাদক পাওয়া যাচ্ছে দিনের পর দিন সেই পরিবহন আটকে রাখা হচ্ছে।  এতে করে মালিক-শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।  শ্রমিকদের গ্রেপ্তারের প্রতিবাদে এবার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।  গ্রেপ্তারকৃতদের যত দিন পর্যন্ত মুক্তি না দেওয়া হবে ততদিন পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

গোনিউজ২৪/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা