ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুলির ছেলে থেকে কোটিপতি ক্রিকেটার


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৬:১২ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ১২:১২ পিএম
কুলির ছেলে থেকে কোটিপতি ক্রিকেটার


বাবা ছিলেন কুলি। নিজে পড়া ফাঁকি দিয়ে খেলতে যেতেন গলিতে। টেনিস বলে এভাবেই ক্রিকেটের হাতেখড়ি।  
  
কখনো কি তিনি ভাবতে পেরেছেন পাড়ার গলির ক্রিকেটার থেকে আইপিএলে কোটিপতি ক্রিকেটার হবেন?  
  
ভেবেছেন বাবার মতোই হয়তো কুলিগিরি করে জীবনটা পার করতে হবে। তিনি নটরাজন।  
  
দশম আইপিএলে তিনি বিক্রি হয়েছেন তিন কোটি টাকায়। প্রীতি জিনতার কিংস ইলেভেন দলে টেনেছে তাকে। এবারের আইপিএলের নিলামে সেরা চমক হিসেবে ধরা হচ্ছে ২৫ বছর বয়সী ওই বোলারকেই। 
  
নিলামের পরে ফোনে তিনি অনুভূতি জানান, আমি এখনও ভাবতেই পারছি না। আমার মাকে বলা মাত্র তো উনি কাঁদতে শুরু করে দিয়েছিলেন। বন্ধুরাও বলল, আজ ভাল কিছু খাওয়াতে হবে। 
  
এরপরেই আসলেন আসন কথায়। খেলা প্রসঙ্গে তিনি বলেন, এত দাম দেওয়ায় এখন প্রত্যাশাও অনেক থাকবে। সেই চাপটা আমায় নিতে হবে। 
  
নটরাজন বাঁ হাতি মিডিয়াম পেসার। কী রয়েছে তার বলে যে এতো দাম দিয়ে কিনতে হবে?  বলে বলে ইয়র্কার দিতে পারেন এই মিডিয়াম পেসার।  
  
ডেথ ওভারগুলোতে ছাড়তে পারেন মারণাস্ত্র। কাটার রয়েছে তার সেরা অস্ত্রের তালিকায়। যে কারণে তাকে তুলনা করা বাংলাদেশের মুস্তাফিজের সঙ্গে। 
  
নটরাজন এর মধ্যেই সফলতার সঙ্গে খেলেছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগ, রঞ্জি ট্রফি।  
  
এবার প্রমাণ করার পালা আইপিএলে। ৩ কোটি টাকায় তাকে কেনা কতটা সার্থক তা বুঝা যাবে এপ্রিল- মে মাসেই।  

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ