ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুবির সেই শিক্ষকের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার


গো নিউজ২৪ | কুবি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ০৭:২৬ পিএম
কুবির সেই শিক্ষকের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার

কুবি (কুমিল্লা): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহবুবুল হক ভূঁইয়ার বাধ্যতামুলক ছুটি প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার স্মাক্ষরিত এক অফিস স্মারক থেকে জানা যায়।

অফিস স্মারকে বলা হয়, গত ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মাহবুবুল হক ভুঁইয়াকে যে ছুটি প্রদান করা হয়েছিল তা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দাবি এবং উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষের আদেশক্রমে প্রত্যাহার করা হলো।’

কিন্তু শোক দিবসে ঐ শিক্ষক ক্লাস নিয়েছিলেন কি না সত্য মিথ্যা প্রমাণের জন্য যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তা এখনও বহাল রয়েছে।  

শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের বলেন,‘ এই তদন্ত কমিটি প্রত্যাহারের জন্য আমরা উপাচার্যকে বলেছিলাম। কিন্তু তিনি তা প্রত্যাহার করেন নি। আমরা শিক্ষক সমিতির নেতৃত্ববৃন্দ অলোচনায় বসেছি পরবর্তী করণীয় কী হবে তা সিদ্ধান্ত নেয়ার জন্য।’ (সন্ধ্যা ৬ টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত)।

এদিকে সোমবার বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ এবং শিক্ষক সমিতি সকাল থেকেই ছুটি প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন,‘ বিশ্ববিদ্যালয় প্রশাসন ছুটি প্রত্যাহার করেছে। আমরা আবার আন্দোলনে যাব কিনা তা কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবো।’

উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফকে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। 

উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভুঁইয়া (তারেক) শিক্ষার্থীদের ক্লাস নেন- এই অভিযোগে শাখা ছাত্রলীগ অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় ও ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে এবং টানা দুইদিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেয় তারা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ঐ শিক্ষককে ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাধ্যতামূলক ছুটি প্রদান করা হয়। একইসাথে ঘটনাতদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গোনিউজ২৪/পিআর
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা