ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কীভাবে হাত কেটে ‘ব্লু হোয়েল’ এঁকেছি জানি না


গো নিউজ২৪ | শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ০৬:৫৯ পিএম
কীভাবে হাত কেটে ‘ব্লু হোয়েল’ এঁকেছি জানি না

গাজীপুর: অনলাইন সুইসাইড গেম ‘ব্লু হোয়েল’ খেলতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে রাকিব হোসেন (১৪) নামে এক তরুণ। রাকিব গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের কৃষক শামসুল হকের ছেলে এবং কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) গ্রামের গাজীপুর মেরিডিয়ান স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। 

গাজীপুর মেরিডিয়ান স্কুলের শিক্ষক আব্দুল্লাহ-আল মামুন জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্কুলের শিক্ষক ক্লাস নেয়ার সময় রাকিবের বাম হাতে ব্যান্ডেজ দেখতে পায়। পরে তার কাছ থেকে শুনে রাকিবের কাছে গিয়ে ব্যান্ডেজের কারণ জানতে চায়। সে কোনো উত্তর দিতে না পারায় তাকে প্রিন্সিপালের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে উল্টাপাল্টা জবাব দেয়। পরে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।  

রাকিব জানান, সম্প্রতি মোবাইলে ‘ব্লু হোয়েল’ গেম খেলায় আসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে ১২ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে মোবাইল ফোনে ইন্টারনেট অন করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে একটা অ্যাপস ভাসতে থাকে। কৌতুহলবসত অ্যাপসটি ওপেন করি। এরপর একটি কল আসলে আমি রিসিভ করি। তারপর আস্তে আস্তে শুরু হয় মজার মজার ধাপ। খেলতে খেলতে আসে চ্যালেঞ্জিং পর্ব। তবে গত তিন দিনযাবত গেমটির কত পর্ব খেলেছে বা কী কী কাজ করেছে এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেনি রাকিব। 

রাকিব আরো জানান, আমার তেমন কিছু মনে নেই। তবে গেমটি খেলতে খেলতে আমার হাতে তিমি মাছের ছবি আঁকতে বলা হয়েছিল। আমার হাত কেটে কীভাবে ছবি এঁকেছি আমি জানি না। রাতে কী করেছি আমার কিছু মনে পড়েনা। তবে মাঝে মাঝে হাতের কাটা জায়গায় একটু একটু জ্বালা-যন্ত্রণা করে। 

রাকিবের মা রহিমা খাতুন জানান, আমার রাকিবকে নিয়ে আমি ভীষণ চিন্তিত। তার মোবাইল সে নিজেই ভেঙে ফেলেছে। এইসব প্রাণঘাতি গেম যেন কোনো ছেলে-মেয়ের হাতে পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা গ্রহনের জন্য আপনাদের (সাংবাদিকদের) কাছে অনুরোধ করছি। রাকিবকে পারিবারিক নজরদারিতে রাখা হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা এখন শঙ্কামুক্ত। 

এদিকে ‘ব্লু হোয়েল’ গেম খেলায় আসক্তের এ সংবাদটি ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকার অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান রানা জানান, রাকিবের সাথে কথা বলে বুঝতে পারলাম সে মানসিক ভারসম্যহীন। সে প্রায় সময়ই উল্টা পাল্টা কথা বলছে। 

রাকিবের মা রহিমা জানান, বাড়িতেও রাগ উঠলে সে বাড়ির সব কাঁচের জিনিসপত্র ভাঙচুর করে।

গোনিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা