ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কী কী থাকছে মাশরাফীর স্বপ্নের বাড়িতে?


গো নিউজ২৪ | শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৭, ০৪:১১ পিএম আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১০:৩৫ এএম
কী কী থাকছে মাশরাফীর স্বপ্নের বাড়িতে?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রঙিন জার্সির অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা বাড়ি নিমার্ণ করছেন মায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। ইতোমধ্যে বাড়ি নির্মাণের ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে।  নতুন বাড়িতেই পবিত্র ঈদ-উল-আযহা পালন করবেন তারা।  আর সে লক্ষ্যে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।  শ্রমিকরা ঈদের আগেই কাজ শেষ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করছে।

এ বিষয়ে গো নিউজকে মাশরাফীর বাবা গোলাম মর্তুজা স্বপন জানান, ‘বাড়িটির নাম দেয়া হবে ‘মর্তুজা কটেজ’। সবকিছু ঠিক থাকলে আগামী কোরবানি ঈদের আগেই পরিবারের সকলকে নিয়ে নতুন বাড়িতে উঠবো। আর এখানেই ঈদ উদযাপন করবো।’

গোলাম মর্তুজা স্বপন আরও জানান, প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে মাশরাফীর ভক্তরা তার বাড়িতে আসেন। মূলত মাশরাফির ভক্তদের জন্যই নিচতলায় বড় হলরুম করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত সবাই এখানে বসে মাশরাফী সম্পর্কে জানতে পারবে।’

মর্তুজা কটেজে যা থাকছে

নড়াইল শহরে মহিষখোলা এলাকায় প্রায় ৩ কাঠা জমির উপর নিজেদের পুরনো বাড়িতেই নিমার্ণ  হচ্ছে মাশরাফীর ডুপ্লেক্স বাড়িটি। ডুপ্লেক্স দোতলা বাড়িটির প্রতিটি তলা ১২৫০ স্কয়ার ফিটের। দ্বিতীয় তলায় রয়েছে একটা মাস্টার বেডরুমসহ মোট ৪টি বেডরুম। প্রতিটি বেডরুমের সাথে আছে অ্যাটাচ বাথরুম। প্রতিটি শোবার ঘরের সঙ্গেই রয়েছে বারান্দা। আরও রয়েছে একটা ফ্যামিলি লিভিং রুম ও একটা ড্রাই কিচেন।

বাড়ির ভেতরের অংশ

বাড়ির নিচতলায় রয়েছে বড় ড্রইং (হল) রুম, একটি ডাইনিং রুম, একটা রান্নাঘর, একটি গেস্ট বেড রুম, একটি কমন বাথরুম, একটা সার্ভেন্ট বেডরুম আর তার সাথে একটা বাথরুম। এছাড়া রয়েছে দুটি জিপ রাখার পার্কিং ব্যবস্থা। বর্ণা ইঞ্জিনিয়ারিং নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে বাড়ি তৈরির দায়িত্ব দিয়েছেন মাশরাফি।  প্রজেক্ট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ