ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড,দু‍‍`দলে যারা খেলছেন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৬:৫১ পিএম আপডেট: অক্টোবর ২২, ২০১৭, ০৫:০৬ এএম
আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড,দু‍‍`দলে যারা খেলছেন

একের পর সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। এমনিতেই তারা বেশি ম্যাচ খেলার সুযোগ পায়। অস্ট্রেলিয়া সিরিজের পরপরই এবার ঘরের মাঠে মুখোমুখি নিউজিল্যান্ড। ৩ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ রবিবার থেকে।  জয় দিয়েই সিরিজ শুরু করতে উন্মুখ দুই দল কেউ কাউকে ছাড় দিতে রাজী নয়। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। দলের পারফরমেন্সে খুশি অধিনায়ক বিরাট কোহলি বলেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছে দল। তাই প্রথম ৩ ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে ফেলেছিলাম আমরা।

আশা করবো নিউজিল্যান্ডের বিপক্ষেও দল ভালো পারফরমেন্স করবে এবং সিরিজ জিতবে। মাঠের খেলায় কোনো ছাড় দেওয়া হবে না।  সিরিজের শুরুটা জয় দিয়েই করতে চাই আমরা। '

গত অক্টোবরে ভারত সফরে পাঁচটি ওয়ানডে খেলেছিল নিউজিল্যান্ড। হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ও চতুর্থ ওয়ানডে জিতে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছিল কিউইরা। তবে শেষ পর্যন্ত সিরিজটি ৩-২ ব্যবধানে হারতে হয় তাদের। 

কেন উইলিয়ামসন বলেন, 'দেশের মাটিতে ভারতের রেকর্ড খুবই ভালো। বর্তমানে তারা খুবই শক্তিশালী দল। তাদেরকে হারানো বেশ কঠিন কাজ। 

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, মনিষ পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দা চাহাল, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল ও আশিষ নেহরা।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও জর্জ ওয়ার্কার।

গো নিউজ ২৪/ এস কে 

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ