ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল মাঠে নামার আগেই অজিদের সমীহ করে কুম্বলের বার্তা


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৭, ০৩:৪৫ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০১৭, ০৯:৪৭ এএম
কাল মাঠে নামার আগেই অজিদের সমীহ করে কুম্বলের বার্তা

দলের নাম অস্ট্রেলিয়া বলে তাদের বাড়তি সমীহ করার কারণ দেখছেন না। পুণেতে প্রথম টেস্ট শুরুর আগে স্টিভ স্মিথদের কাছে বার্তা পাঠিয়ে দিলেন ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কুম্বলে বলেছেন, ‘আমরা প্রত্যেক প্রতিপক্ষকেই সমান গুরুত্ব দিয়ে থাকি। নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াও শক্তিশালী দল। আমরা ওদেরও সমীহ করছি। তাই বলে এই সিরিজকে বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই।’ আরও বলেছেন, ‘গত আট মাসে দল যেধরনের ক্রিকেট খেলেছে, সেটাই ধরে রাখতে হবে এবং ম্যাচে প্রত্যেকটি বিভাগকে সুসংহত রাখার চেষ্টা করতে হবে।’

গত বছর শ্রীলঙ্কা সফর থেকে শুরু হয়েছে টেস্টে ভারতীয় দলের অপ্রতিরোধ্য অভিযান। তৃপ্ত কোচ কুম্বলে বলেছেন, ‘এই দলটা সমস্ত দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠেছে। এই দলের ক্রিকেটারেরা মাঠে এবং মাঠের বাইরে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে তৈরি। ড্রেসিংরুমের স্বাস্থ্যকর পরিবেশ ক্রিেকটারদের মানসিক জোর বাড়িয়ে দিয়েছে।’

আগামীকাল পুনেতে শুরু চার ম্যাচ টেস্ট সিরিজ। 

ভারত: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ইশান্ত শর্মা, কুলদিপ যাদব, অভিনব মুকুন্দ, করুণ নায়ার, জয়ন্ত যাদব, হার্দিক পান্ড্য। 

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশা, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকোপ, ম্যাথু ওয়েড (কিপার), মিচেল স্টার্ক, স্টিভ কিফ, নাথান লিয়ন, জোস হ্যাজেলউড, মিচেল মার্শ, শন মার্শ, মিচেল সোয়াপসন, অ্যাস্টন অ্যাগার, জ্যাকসন বার্ড। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ