ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাজে যাওয়া হল না জনির


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৭, ০১:২১ পিএম আপডেট: নভেম্বর ২০, ২০১৭, ০৭:২১ এএম
কাজে যাওয়া হল না জনির

রাজশাহী: বাড়ি থেকে অল্প দূরে ধোপাঘাটা বাজার। সেখানে একটি ওয়ার্কশপে কাজ করে জনি (১৪)। কিন্তু কাজে ফেরা হলনা তার। রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল সে। পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই জনি মারা যায়।

সোমবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি (১৪) উপজেলার নওপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনি রাস্তার বাম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ধোপাপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় তাহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সাব্বির পরিবহন জনিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে জনি ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে, জনির মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা