ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কম বয়সের ছেলেদের বিয়ে করতে আগ্রহী ৯৭% মেয়ে!


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জুন ১০, ২০১৭, ০২:৪৩ পিএম আপডেট: জুন ১০, ২০১৭, ০৮:৪৩ এএম
কম বয়সের ছেলেদের বিয়ে করতে আগ্রহী ৯৭% মেয়ে!

সাধারণত দেখা যায় বিয়েতে কনের চেয়ে বরের বয়স বেশি থাকে।  অনেকে মনে করেন বরের চেয়ে কনের বয়স কমপক্ষে ৩ থেকে ৪ বছরের কম হলে ভালো হয়।  কিন্তু সব ধারণা পাল্টে গেছে।  মেয়েরা এখন তাদের থেকে কম বয়সী ছেলেদেরই বিয়ে করতে বেশি আগ্রহী।  সেটাই ফুটে উঠেছে এক সমীক্ষায়। 

আর এটা সবচেয়ে বেশি লক্ষ করা গেছে ভারতীয় মেয়েদের ক্ষেত্রে সমীক্ষায় দেখা গিয়েছে, নিজেদের থেকে ছোট বয়সের ছেলেদের বিয়ে করে খুশি হন বেশির ভাগ ভারতীয় মেয়ে। 

শুধু তাই নয় বিয়ের পর মানিয়ে চলতে স্বচ্ছন্দ বোধ করেন মেয়েরাই। বিয়ের পাত্র-পাত্রী বিজ্ঞাপনের সোশ্যাল সাইট ভারত মেট্রিমনিতে সমীক্ষা চালিয়ে যে তথ্যগুলি জানা যায় সে গুলি হল-

১) নিজের থেকে বয়েসে ছোট পাত্রের সঙ্গে বিয়ে করে খুশি হয়েছেন ৯৭ শতাংশ মহিলা

২) মায়ের আঁচলের তলায় থাকা পাত্রের সঙ্গে বিয়ে করেও কোনও সমস্যা হয়নি ৮০ শতাংশ মহিলার। তার মানে এই নয় যে তাদের জীবনের স্বাধীনতা অভাব।

৩) যৌথ পরিবারে বিয়ে করে খুশি রয়েছেন ৯৫ শতাংশ মহিলা। এদের মধ্যে রয়েছেন ৬০ শতাংশ মহিলা এবং ৩৫ শতাংশ পুরুষ।

৪) মহিলাদের স্বামীরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ঘর গুছিয়ে রাখতে ভালোবাসেন প্রায় ৯০ শতাংশ মহিলা।

৫) ধৈর্যের অভাব এবং একঘেয়েমিতার জন্যই পুরুষেরা মহিলাদের সঙ্গে শপিং করতে যেতে পছন্দ করেন না।

৬) জীবনসঙ্গী খোঁজার জন্য তাদের পরস্পরের জীবনধারন এবং বোঝাপড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৭) আবার ৮৫ শতাংশ মহিলা নিজের শহরের কাছে জীবনসঙ্গী বাছার চেষ্টা করেন। যাতে বিয়ের পর নিজের বাবা-মায়ের সঙ্গেও সময় কাটাতে পারেন।

মেট্রিমনির এক আধিকারিক কৌশিক তিয়ারি জানিয়েছেন, তাঁদের এই সোশ্যাল মিডিয়া প্রচারের উদ্দেশ্য ছিল একটি মেয়ে বিয়ে করতে আসেন তখন তাঁদের কি কল্পনা করে আসেন। 

কিন্তু এই প্রচারের ফল দেখে তাঁরা অভাবনিয় ফল পেয়েছেন। এই সমীক্ষা মহিলা এবং পুরুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গাঢ় হয়েছে বলে জানান তিনি।


গো নিউজ২৪/এএইচ

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!