ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কন্যা শিশু হওয়ায় খুন করে ওয়াশিং মেশিনে ঢোকালেন মা!


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৭, ০১:৪৭ পিএম আপডেট: ডিসেম্বর ৬, ২০১৭, ০৭:৪৭ এএম
কন্যা শিশু হওয়ায় খুন করে ওয়াশিং মেশিনে ঢোকালেন মা!

চেয়েছিলেন, ছেলে হোক। কিন্তু, তার বদলে কোলে এসেছিল মেয়ে। হতাশায় আরতি নামের এক যুবতী তাই তিন মাসের সন্তানকে শ্বাসরোধ করে ঢুকিয়ে দিলেন ওয়াশিং মেশিনে! 

ঘটনাটি ঘটেছে ভারতেরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

দেশটির পুলিশ জানিয়েছে, গত রোববার সন্তানকে খুনের অভিযোগে ওই যুবতীকে গ্রেফতার করা হয়েছে। গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার আকাশ তোমর জানিয়েছেন, মাস তিনেক আগে কন্যাসন্তানের জন্ম দেন পটলা শহরের বাসিন্দা বছর বাইশের আরতি। 

তোমরের দাবি, “নিজের মেয়েকে খুনের কথা প্রথমে মানতে চাননি আরতি। তবে পুলিশি জেরায় শেষমেশ তা স্বীকার করে নেন তিনি।”

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, “ছেলে না হওয়ায় খুবই হতাশ হয়ে পড়েছিলেন আরতি। সেই রাগেই বালিশ চাপা দিয়ে নিজের মেয়ের শ্বাসরোধ করেন তিনি। এরপর ওয়াশিং মেশিনে শিশুটির দেহ ঢুকিয়ে দেন।” 

তিনি আরও জানান, পুলিশকে প্রথমে আরতি জানিয়েছিলেন, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। এর পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। জেরার মুখে ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করেন আরতি।

আরতির পরিবারের দাবি, পুত্রসন্তানের জন্য আরতিকে কোনো রকম চাপ দেওয়া হয়নি। তবে, সবকিছু তদন্ত করে দেখছে পুলিশ।

গো নিউজ২৪/এবি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও