ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালটনে উচ্চ পদে চাকরি


গো নিউজ২৪ প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৬, ১১:৪৯ এএম
ওয়ালটনে উচ্চ পদে চাকরি

বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং হোম অ্যাপ্ল্যায়েন্স উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ‘ওয়ালটন গ্রুপ’-এ দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম : হেড অব পিআর অ্যান্ড অ্যাডমিন
পদ সংখ্যা : ১
যোগ্যতা এবং অভিজ্ঞতা : অবসরপ্রাপ্ত কর্ণেল/লেফটেন্যান্ট কর্ণেল (আর্মি), কমান্ডার/ক্যাপ্টেন (নেভি), উইং কমান্ডার/গ্রুপ ক্যাপ্টেন (এয়ার ফোর্স)।
সদ্য অবসর গ্রহণকারীদের অগ্রাধীকার দেওয়া হবে।
দায়িত্বসমূহ : মূল পিআর (পাবলিক রিলেশন) এবং প্রশাসন।
কর্মস্থল : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে চট্টগ্রামে অবস্থান করতে হবে।

২. পদের নাম : হেড অব এইচআরএম
পদ সংখ্যা : ১
যোগ্যতা এবং অভিজ্ঞতা : স্নাতকোত্তর (মানব সম্পদ)/এমবিএ(মানব সম্পদ)। মানবসম্পদ বিষয়ে পিজিডি ডিগ্রিধারীদের অগ্রাধীকার দেওয়া হবে। প্রার্থীকে শ্রম আইন সম্পর্কে অভিজ্ঞ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
দায়িত্বসমূহ : মূল মানবসম্পদ ব্যবস্থাপনা কাজসমূহ।
কর্মস্থল : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর।

৩. পদের নাম : হেড অব সিকিউরিটি
পদ সংখ্যা : ১
যোগ্যতা এবং অভিজ্ঞতা : অবসরপ্রাপ্ত মেজর (আর্মি), লেফটেন্যান্ট কমান্ডার (নেভি), স্কয়াড্রোন লিডার (এয়ার ফোর্স)।
সদ্য অবসর গ্রহণকারীদের অগ্রাধীকার দেওয়া হবে।
বয়স : অনূর্ধ্ব ৪৮ বছর।
দায়িত্বসমূহ : ওয়ালটন গ্রুপের নিরাপত্তা বিভাগ নিয়ন্ত্রণ করা।

বি: দ্র : প্রার্থীদের মধ্যে যারা ফ্যাক্টরির পাঁচ কিলোমিটারের মধ্যে থাকতে রাজি হবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। (এটি ২ এবং ৩ নম্বর পদের ক্ষেত্রেও প্রযোজ্য।

বেতন এবং সুবিধাদি : আলোচনা সাপেক্ষ

আবেদনের সময়সীমা : ১২ সেপ্টেম্বর ২০১৬।

আবেদন পদ্ধতি : প্রার্থীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ‘নির্বাহী পরিচালক, পলিসি, এইচআরএম  অ্যান্ড অ্যাডমিন বিভাগ, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল-৬), ৫, রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।’ এই ঠিকানায় পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
অথবা ই-মেইল : jobs@waltonbd.com 

ই-মেইল-এর বিষয়ের স্থানে অথবা খামের উপরে পদের নাম লিখতে হবে।

গোনিউজ২৪/এমএইচএস

জবস বিভাগের আরো খবর
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৭৪৫৭৪ টি পদ খালি, প্রাথমিকে ৪৪ হাজার ৭৯০টি

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৭৪৫৭৪ টি পদ খালি, প্রাথমিকে ৪৪ হাজার ৭৯০টি

সৈনিক পদে সেনাবাহিনীতে চাকরি, এসএমসের মাধ্যমে আবেদনের সুযোগ

সৈনিক পদে সেনাবাহিনীতে চাকরি, এসএমসের মাধ্যমে আবেদনের সুযোগ

সরকারিভাবে রাশিয়ায় যাওয়ার সুযোগ, ওভাইরটাইম ছাড়াই বেতন সর্বোচ্চ ৬৪ হাজার

সরকারিভাবে রাশিয়ায় যাওয়ার সুযোগ, ওভাইরটাইম ছাড়াই বেতন সর্বোচ্চ ৬৪ হাজার

ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

অভিজ্ঞতা ছাড়াই ডাচ্-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ,বেতন শুরুতেই ৭০ হাজার

অভিজ্ঞতা ছাড়াই ডাচ্-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ,বেতন শুরুতেই ৭০ হাজার

আবুল খায়ের গ্রুপে ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ

আবুল খায়ের গ্রুপে ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ