ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ও’কিফের ছন্দ রুখতে হবে ভারতকে


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১০:১৭ পিএম
ও’কিফের ছন্দ রুখতে হবে ভারতকে

পুণের বিপর্যয় কিন্তু সহজে মুছে ফেলতে পারবে না ভারত। ঘরের মাটিতে এমন বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে উঠে নতুন ভাবে শুরু করতে সময় লাগবে বিরাট কোহালিদের। 

স্টিভ ও’কিফ নিখুঁত এবং নিয়ন্ত্রিত লাইন-লেংথে বল করেছে পুণে টেস্টে। আর ওর শিকাররা বল স্পিন হবে ভেবে নিয়ে ব্যাটটা করল। কিন্তু অনেক বলই স্পিন করেনি। যার ফলে ভারতীয় ব্যাটসম্যানরা ভুল লাইনে ও’কিফকে খেলল এবং তার মাশুল দিল। 

আরও একটা ভুল করেছে ভারতের ব্যাটসম্যানরা। স্পিন খেলতে গেলে ফুটওয়ার্কটা খুব জরুরি। কিন্তু সে ভাবে কেউ ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে স্পিনটা খেলেনি। ফ্রন্টফুটের নড়াচড়াটা যদি খুব মসৃণ না হয়, তা হলে ক্রিজে দাঁড়িয়ে স্পিনটা খেলা খুব বিপজ্জনক। এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি ভারতকে খুঁজে পেতে হবে। মনে রাখতে হবে, ভাল পিচও কিন্তু শেষ দিকে খারাপ হতে পারে। ভারতকে যে ভাবেই হোক ও’কিফের ছন্দ নষ্ট করতে হবে।

ম্যাচের পরে কোহালি একটা জিনিস ঠিকই বলেছিলওন। প্রথম ইনিংসে বড় রানে পিছিয়ে পড়াটা ভারতীয় বোলারদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ স্টিভ স্মিথদের হাতে চলে যায়। ভারতীয়রা ওই জায়গা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। পাশাপাশি ক্যাচ ফেলা বা ডিআরএস নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারাটা কোহালিদের সমস্যা আরও বাড়িয়ে দেয়।

আর অবশ্যই স্টিভ স্মিথ দেখিয়ে দিল ভীষণ শুকনো এবং ঝুরঝুরে পিচে কী ভাবে স্পিনটা খেলতে হয়। ও স্পিনের বিরুদ্ধে সোজা ব্যাটে খেলার কৌশল নিয়েছিল। তাতে যদি ব্যাটের কানায় লাগত, তাও ঠিক আছে। একেবারে নিরুপায় না হলে ও সামনে এসে ডিফেন্স করতে যায়নি। বরং সব সময় রানের খোঁজে ছিল। কী ভাবে স্পিনারদের খেলবে, সেটা ঠিক করে নিয়ে নেমেছিল স্মিথ। এবং নিজের রণনীতি অনুযায়ী খেলে যায়। যার ফলটা আমরা দেখলাম। বিশ্বের দুই সেরা স্পিনারের বিরুদ্ধে, তাদের পছন্দের পিচে, একটা অসাধারণ ইনিংস। যে ইনিংসটা ভারতে ব্যাটসম্যানদের কাছে স্পিন খেলার একটা আদর্শ উদাহরণ হয়ে থাকবে।

তবে ও’কিফ ছাড়াও ভারতকে অস্ট্রেলিয়ার বাকি বোলারদের কথা মাথায় রাখতে হবে। মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, নাথন লায়ন এরা সবাই নিজের নিজের দিনে ম‌্যাচ জেতানোর ক্ষমতা রাখে। অন্য দিকে, সত্যিই খুব অবাক ব্যাপার হবে, যদি একজন স্পিনার বসিয়ে পরের টেস্টে ভারত একজন বাড়তি ব্যাটসম্যান না খেলায়।

আগামী ৪ মার্চ বেঙ্গালুরুতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চার টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ