ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওএমএসের চাল কেজিতে বাড়লো ১৫ টাকা


গো নিউজ২৪ | অর্থনীতি ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৭, ০৮:৪০ পিএম
ওএমএসের চাল কেজিতে বাড়লো ১৫ টাকা

ফাইল ছবি

ঢাকা: বাজারে এমনিতেই চালের দাম চড়া। মোটা চালের দাম কেজি প্রতি ছাড়িয়ে গেছে ৫০ টাকা। দাম নিয়ন্ত্রণে তাই সরকার চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) করার উদ্যোগ নিয়েছে।

তবে সরকারি উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্তরা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও বেড়েছে দুশ্চিন্তাও। কেননা, ওএমএসের চালের দাম কেজি প্রতি বাড়ানো হলো ১৫ টাকা। আগে ওএমএস চালের দাম ১৫ টাকা রাখা হলেও এবার তা বিক্রি হবে ৩০ টাকা কেজিতে।

তবে অবশ্য, ঢাকা মহানগরীতে চালের পাশাপাশি আগের দামে অর্থাৎ ১৭ টাকা কেজিতেই বিক্রি করা হবে আটা। আর ঢাকার বাইরে জেলা শহরগুলোতে বিক্রি হবে শুধু চাল।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান সংবাদমাধ্যমে জানান, ‘আগে ওএমএসের চালের দাম ২৪ টাকা থেকে কমিয়ে ১৫ টাকায় করা হয়। অনেক দিন হয়ে গেছে, চালের দামও বেড়েছে। আগের দাম রাখা যায় না। তাছাড়া দামে তো আকাশ-পাতাল পার্থক্য তো রাখা যায় না।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে ওএমএস চালু করার কথা থাকলেও সব জায়গায় চালু করা হয়নি। বদরুল হাসান জানান, দুই-এক দিনের মধ্যে সব জায়গায় ওএমএস চালু হবে।

উল্লেখ্য, ঢাকা মহানগরীতে ১২০টি ট্রাকে করে চাল ও আটা বিক্রি করা হবে। প্রতি ট্রাক থেকে দুই টন আটা ও এক টন চাল বিক্রি করা হবে। ঢাকার বাইরে বিক্রি হবে শুধু চাল। ওএমএসের প্রতি কেজি চালের গুদাম মূল্য সাড়ে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

গোনিউজ২৪/এন

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?