ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসো তবে ভালোবাসি!


গো নিউজ২৪ | মোমিন স্বপন, প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ০৭:৪২ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ১০:২৯ এএম
এসো তবে ভালোবাসি!

গো নিউজ ডেস্ক: ভালোবাসা শব্দটির ব্যাখ্যা মানুষ নানাভাবে দিতে শেখে। একেক জনের একএকের রকম অভিব্যক্তি। কারো কারো উপস্থাপনটা হয়তো একটু আলাদা। কিন্তু মূলে তো সেই ভালবাসাই। সেটা যে নামেই অভিহিত করা হোকনা কেন। তো আমাদের এই ভালোবাসা নিয়ে আয়োজন ও উৎসাহের কমতি নেই। যতো সময় গড়াচ্ছে ততোই এর উপস্থাপন ভঙ্গিটাও যেন ভিন্নতর হচ্ছে। ১৩ ফেব্রুয়ারি বসন্ত বরণের পরের দিনই বিশ্ব ভালবাসা দিবস। অনেকটা কাকতালীয় হলেও প্রেমিকপ্রেমিকাদের জন্য ব্যাপারটা অনেক মজার। 

একটা উপলক্ষ থাকলে ভালবাসা প্রকাশের ব্যাপারটা দেখানো যায়। তো এদেশেও বিশ্ব ভালোবাসা দিবসের উতাল হাওয়ায় উন্মাতাল। ফুল আর ভালোবাসা যেন পরিপূরক হয়ে যায় এদিন। কিন্তু অনেকেই জানেন না  কীভাবে এল এই বিশ্ব ভালবাসা দিবস। তো প্রিয় পাঠক আজ গো নিউজের পক্ষ থেকে সেই ইতিহাসের কিছু জানানোর চেষ্টা করবো।  

২৬৯ খ্রিস্টাব্দে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। আর সেই দিন ১৪ ফেব্রুয়ারি ছিল। 

তারপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন'স স্মরণে ১৪ ফেব্রুয়ারিকে ‘ভ্যালেন্টাইন’ দিবস ঘোষণা করেন। 

খ্রিস্টিয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন উৎসব পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন করা থেকে বিরত থাকার জন্যে নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়।

বর্তমানকালে, পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে। 

এটা তো গেল পাশ্চাত্যের কথা। এদেশেও ভালোবাসা দিবসে কম আয়োজন আর খরচ হয় না। কয়েক কোটি টাকার শুধু ফুল বিক্রি হবে এদিনে। এছাড়া এ উপলক্ষে বিভিন্ন আয়োজন তো থাকেই। 

সবকিছু ভুলে এদিন পালনে যারা সাগ্রহে অপেক্ষা করছেন তাদের বলি-‘এসো তবে ভালোবাসি’

গোনিউজ২৪/এম

লাইফস্টাইল বিভাগের আরো খবর
বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন