ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসপিকে ক্ষমা, আইজিপির কাছে ব্যাখ্যা তলব


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ০৩:০৪ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ০৯:১৭ এএম
এসপিকে ক্ষমা, আইজিপির কাছে ব্যাখ্যা তলব

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরু করার ঘটনায় ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে একই বিষয়ে যথাযথভাবে ব্যাখ্যা না দেওয়ায় পুলিশের আইজিপিকে আগামী ১০ দিনের মধ্যে নিজ স্বাক্ষরিত ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়েছে।

ময়মনসিংহের মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরুর অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল না করার কারণ জানতে আজ ময়মনসিংহের এসপিকে তলব করেছিলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় গঠিত ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে পুলিশের আইজিপিকেও ব্যাখ্যা দিতে বলে আদালত।

সে অনুযায়ী বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনানে হাজির হয়ে নিজের কৃতকর্মের জন্য বৃহস্পতিবার লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান নূরুল ইসলাম। ট্রাইব্যুনালকে এসপি জানান, ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না তার। এরপর দুপুর ১২টায় আদেশের জন্য সময় ধার্য করেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করেন।

এদিকে আইজিপি এ কে এম শহীদুল হকে আইনজীবীর মাধ্যমে একটা ব্যাখ্যা দিয়েছিলেন। তবে ট্রাইব্যুনাল বলেছেন, আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিলে হবে না। আইজিপির নিজ স্বাক্ষরিত ব্যাখ্যা দাখিল করতে হবে। আদালত আগামী ১০ দিনের মধ্যে এই ব্যাখ্যা দিতে বলেছে।  

উল্লেখ্য, ওয়াজ উদ্দিন একাত্তরের হত্যা, গণহত্যা মামলার একজন আসামি। প্রায় ৮ মাস আগে ২০১৬ সালের ৭ মে ওয়াজউদ্দিন মারা যায় যা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া মৃত্যু সনদে দেখা গেছে। কিন্তু গত ১১ ডিসেম্বর ওয়াজউদ্দিনকে পলাতক আসামি হিসেবে দেখানো হলে, তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তার আগে ২০১৪ সালের অক্টোবরে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। শুরু থেকেই পলাতক দেখিয়ে তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও পুলিশের রিপোর্টে বলা হয়।

গো-নিউজ২৪/বিএস

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড