ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসপি হলেন ৯৬ পুলিশ কর্মকর্তা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৭, ০৬:৩৫ পিএম
এসপি হলেন ৯৬ পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত পুলিশ সুপার থেকে ৯৬ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এর মাধ্যমে এই পুলিশ কর্মকর্তারা বেতন স্কেলের ৫ম গ্রেডে উন্নীত হলেন।

পদোন্নতিপ্রাপ্ত এসপিরা হলেন, মিরপুর পুলিশ স্টাফ কলেজের মো. ইকবাল হোসেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশার তালুকদার, এসপিবিএনের ড. মো. আব্দুস সোবাহান, পুলিশ অধিদফতরের একেএম মোশারফ হোসেন মিয়াজি, ডিএমপি’র হাসিনা রহমান, পুলিশ অধিদফতরের জেসমিন বেগম, হাইওয়ে পুলিশের এনামুল কবির, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, দুদকে কর্মরত মোহাম্মদ আহমার উজ্জামান, পুলিশ অধিদফতরের মো. ফারুক হোসেন, পুলিশ অধিদফতরের মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকার টিএন্ডআইএম শাখার মাসুদ রানা, ঢাকার এনটিএমসি শাখার আব্দুল মান্নান মিয়া, পুলিশ অধিদফতরের মোহামদ নাসিরুল ইসলাম, পিআইবির মো. আতিকুর রহমান মিয়া, নৌ-পুলিশের সায়ফুজ্জামান ফারুকী, পুলিশ অধিদফতরের মোহাম্মদ কামরুজ্জামান, এসবির এসএম আশরাফুজ্জান, ডিএমপির মোহাম্মদ মোখলেসুর রহমান, সাতক্ষীরার কেএম আরিফুল হক, সুনামগঞ্জের সঞ্জয় সরকার, গাজীপুরের মোহাম্মদ সোলাইমান, পুলিশ অধিদপ্তরের সরকার মো. কায়সার, ডিএমপির রিয়াজ উদ্দিন আহমেদ, ডিএমপি’র মুহাম্মদ আশরাফ হোসেন, ভোলার মো. সাইফউদ্দিন শাহিন, হাইওয়ে পুলিশের  মো. তারেক আহম্মেদ, ডিএমপির মো. জিয়াউল আহসান তালুকদার, ৮ম এপিবিএনের শরিফ উদ্দিন আহমেদ, ডিএমপির মো. সাইফুল হক, এসবির বি এম নুরুজ্জামান, পুলিশ অধিদফতরের এ বি এম মাসুদ হোসেন, ট্যুরিস্ট পুলিশের মো. আলমগীর হোসেন, র‌্যাবে কর্মরত মোস্তাক আহমেদ, পুলিশ অধিদফতরের মো. জাফর হোসেন, ৮ম এপিবিএনের মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ অধিদফতরের মোহাম্মদ উল্ল্যা, সিআইডি’র ডা. মো. এমদাদুল হক, ঝিনাইদহের মো. আজবাহার আলী শেখ, বিএমপির মো. সিদ্দিকুর রহমান, পুলিশ অধিদফতরের আবদুল্লাহ আল জহির, চাঁদপুরের মোহাম্মদ আশরাফুজজামান, সিআইডির নিগার সুলতানা, নাছির উদ্দিন আহমেদ, ৪র্থ এপিবিএনের মোঃ আব্দুল লতিফ, ডিএমপির মশিউর রহমান, র‌্যাবে কর্মরত মোহাম্মদ নজরুল ইসলাম, ডিএমপির মোহাম্মদ ইউসুফ আলী, জয়পুরহাটে কর্মরত মো. বেলায়েত হোসেন, পুলিশ অধিদফতরের নেছার উদ্দিন আহমেদ, পুলিশ অধিদফতরের মোহাম্মদ আয়ুব, মো. জাহিদ হোসেন ভূঞা, ডিএমপির নাবিল কামাল শৈবাল, পুলিশ অধিদফতরের মোহাম্মদ আব্দুল আজিজ, ডিএমপির মো. শহিদুল্লাহ, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ শরিফুর রহমান, নারায়ণগঞ্জে কর্মরত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ অধিদফতরের ড. মো. মঞ্জুরে আলম প্রামানিক, র‌্যাবে কর্মরত মোহা. সোহেল রেজা, পুলিশ অধিদফরের মো. আবু হাসান, ডিএমপির মোহাম্মদ তৌহিদুল ইসলাম, হাইওয়ের (পশ্চিম) মো. মহিদুল ইসলাম, পুলিশ অধিদফতরের এম এম হাসানুল জাহীদ, মো. আশরাফ ভূঞা, ডিএমপির সুদীপ কুমার চক্রবর্ত্তী, পুলিশ অধিদফতরের আয়েশা সিদ্দিকা, ডিএমপির ফাতিহা ইয়াসমিন, পুলিশ অধিদফতরের মোহাম্মদ এহসান সাত্তার, মো. ফেরদৌস আলী চৌধুরী, তাসমিয়াহ্ তাহ্লীল, ঢাকার পুলিশ স্টাফ কলেজের রওশন সাদিয়া আফরোজ, ডিএমপির জেরিন আখতার, খুলনার পিটিসি’র শুক্লা সাহা, ডিএমপির আশমা সিদ্দিকা মিলি, শরিয়তপুরে কর্মরত মোহাম্মদ এহসান শাহ্, নৌ পুলিশের মো. কফিল উদ্দিন, ডিএমপি’র সুনন্দা রায়, কুস্টিয়ার মো. জয়নুল আবেদীন, লক্ষ্মীপুরের অনির্বান চাকমা, পুলিশ অধিদফতরের মো. সোহেল রানা, ডিএমপি’র শরীফ মোস্তাফিজুর রহমান, নাটোরের মো. খায়রুল আলম, র‌্যাবে কর্মরত হায়াতুল ইসলাম খান, পুলিশ অধিদফতরের মাহফুজা আক্তার, ঠাকুরগাঁওয়ের দেওয়ান লালন আহমেদ, ঢাকার কাজী আশরাফুল আজীম, ডিএমপির মো. জসিম উদ্দিন মোল্লা, চুয়াডাঙ্গার আব্দুল মোমেন, পিবিআইয়ের মো. আপেল মাহমুদ, র‌্যাবে কর্মরত এসএম তানভীর আরাফাত, সিএমপির কাজী মুত্তাকী ইবনে মিনান, এসবির মো. মিলন মাহমুদ, ডিএমপির মোহাম্মদ আশিকুর রহমান, এসএম মুরাদ আলি ও খুলনার এস এম শফিউল্লাহ।

গোনিউজ২৪/এআর/কেআর/বিএস

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা

 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়