ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমবাপেকে নেইমারের লোভনীয় প্রস্তাব


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৭, ০৯:৫৫ এএম
এমবাপেকে নেইমারের লোভনীয় প্রস্তাব

কাইলিন এমবাপে নেইমারের পছন্দের একজন। তাই তো ন্যু ক্যাম্প ছেড়ে ব্রাজিলীয়ান তারকা যখন পিএসজিতে যোগ দিলেন তখন মোনাকো থেকে এমবাপেকে উড়িয়ে নিয়ে আসেন তিনি।  যদিও তাকে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো থেকে ধারে পিএসজিতে ভিড়ায় ক্লাবটি। 

বয়স মাত্র ১৮ হলেও ইতোমধ্যে সুপারস্টারের তালিকায় নাম লিখিয়েছেনে এমবাপেকে। তাই তো তাকে নিয়ে রীতিমত টানাটানি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ফরাসী এই টিনএজার স্ট্রাইকারকে কিনে নিতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে বার্সেলোনা।

সব জায়গায় যখন এমন গুঞ্জন ঠিক তখনই পিএসজিতে ক্লাব সতীর্থ নেইমারের কাছ থেকে দারুণ এক প্রস্তাব পেয়েছেন এমবাপে। নেইমার তার শিক্ষক হতে চান। বার্সায় মেসি যেভাবে নেইমারকে শিখিয়েছেন, নেইমার সেভাবে শেখাতে চান এমবাপেকে। যাতে করে এমবাপে একজন বিশ্ব তারকা হিসেবে গড়ে উঠতে পারেন।

এমবাপে সম্পর্কে নেইমার বলেন, ‘আমি মনে করি, সে হচ্ছে গোল্ডেন বয়। দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে সে। আমি মনে করি, সে গ্রেট একজন ফুটবলার। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হওয়ার সব ধরনের যোগ্যতা রয়েছে তার। আমি যেভাবে সহযোগিতা পেয়েছি, তেমনি তাকে বিশ্বের সেরা বানাতে আমিও সহযোগিতা করতে চাই।’

মেসি যেমন নেইমারকে সেরা বানাতে সহযোগিতা করেছেন, তেমনি নেইমারও চান এমবাপেকে সহযোগিতা করতে। তিনি বলেন, ‘বার্সেলোনা মেসি আমার জন্য যা করেছে, ঠিক একইভাবে আমিও তার (এমবাপের) জন্য কিছু করতে চাই।’
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ