ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
জেলা পরিষদ নির্বাচন

এমপিদের নিজ এলাকায় অবস্থানে নিষেধাজ্ঞা


গো নিউজ২৪ প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৬, ০৫:০৩ পিএম আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৬, ১১:০৩ এএম
এমপিদের নিজ এলাকায় অবস্থানে নিষেধাজ্ঞা

জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের নিজেদের নির্বাচনী এলাকায় যাওয়া এবং অবস্থানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

সোমবার ( দুপুরে) শেরে বাংলা নগর ইসির কার্যালয়ে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

মো. শাহনেওয়াজ আরও বলেন, জেলা পরিষদ নির্বাচন একটি নতুন সংযোজন। আমরা সুন্দরভাবে নির্বাচনটি করতে চাই। বিভিন্ন ধরণের অভিযোগও আমাদের কাছে এসেছে। এসব অভিযোগ খতিয়ে দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’

তিনি আরও বলেন, আমরা রিটার্নিং কর্মকর্তাকে বলে দিয়েছি মোবাইল ও ক্যামেরা নিয়ে কেউ বুথে যেতে পারবে না। ব্যালট পেপারে কোনো চিহ্ন থাকলে তা বাতিল করা হবে।

তিনি জানান, লিখিত ও মৌখিকভাবে কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে এমপিদের বিরুদ্ধে।  তারা প্রভাব বিস্তার করছেন। তবে কিছু এমপি আমাদের সহায়তা করছে। কিছু এমপি প্রভাব বিস্তার করছেন স্থানীয়ভাবে। যারা প্রভাব বিস্তার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য অথবা প্রভাবশালী যেই হন না কেন নির্বাচনে প্রভাব বিস্তার করবেন না। নইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিরাপত্তা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, অন্যান্য নির্বাচনের মতো পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। নিরাপত্তা বাহিনী কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন। কেন্দ্রকে ঘিরেই নিরাপত্তা বলয় করবো। শান্তিতে সবাই যেন ভোট দিতে পারে সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।

গো-নিউজ২৪/বিএস

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন