ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এভাবে হেরে গেল বাংলাদেশ!


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ১০:১৮ এএম
এভাবে হেরে গেল বাংলাদেশ!

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ইনিংসটি ছিল স্বপ্নের মতো। ১৫২ ওভার বল খেলে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। সে সময় কারো মনে এই টেস্টটি হারার তেমন শঙ্কা ছিলনা। নিদেন পক্ষে টেস্ট ম্যাচটি ড্রয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।

কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি হেরেই বসল বাংলাদেশ। আজ ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে যেখানে বাংলাদেশ ১৫২ ওভার বল খেলেছিল, দ্বিতীয় ইনিংসে সেখানে মাত্র ৫৭.৫ ওভারে অলআউট।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রান করায় ২১৭ রানের জয়ের সহজ টার্গেট ছিল নিউজিল্যান্ডের হাতে। আর এই রান করার জন্য ওভার বাকি ছিল ৫৭টি। স্বাগতিকরা মাত্র ৩৯.৪ ওভারেই ২১৭ রান করে ফেল ৩ উইকেটের বিনিময়ে। ফলে জয় পায় ৭ উইকেটের।    

খেলার চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটের বিনিময়ে ৬৬ রান। তখনই প্রথম এই টেস্টে হারার শঙ্কা দেখা দেয় বাংলাদেশের। আর পঞ্চম দিনে সেই শঙ্কাকেই বাস্তবে রূপ দেন বাংলাদেশের ক্রেকেটাররা।

শেষ দিনে মাত্র ৩৯.২ ওভার ব্যাট করে ৯৪ রান তুলেই অলআউট বাংলাদেশ। ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেসের মোট রান ১৬০, সাথে প্রথম ইনিংসের লিড ছিল ৫৬ রানের। এতে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার পরে ৫৭ ওভারে ২১৭ রানের, যা তারা অনায়াসেই তুলে নেয়।

দ্বিতীয় ইনিংসে একমাত্র সাব্বির ১০১ বল খেলে ৫০ রান করেন। বাংলাদেশের আর কোন ব্যাটসম্যানই অর্ধশতক করতে পারেননি। এই ম্যাচে বাংলাদেশের জন্য দুসংবাদ ছিল মুশফিক ও ইমরুলের চোট। ইমরুল ৪র্থ দিনে চোট পেয়ে মাঠ ছাড়লেও ৫ম দিনে ব্যাটিংএ নেমে ৩৬ রানে অপরাজিত থাকেন যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ।

আর মুশফিক ৫৩ বল খেলে ১৩ রান করে টিম সাউদির বলে মাথায় হেলমেটের নিচে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন মুশফিকের বদলে সাব্বির বাংলাদেশের পক্ষে উইকেট কিপিং করেন।   

স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৫৯৫/৮ (ডিক্লেয়ার), সাকিব ২১৭, মুশফিক ১৫৯, মুমিনুল ৬৪, তামিম ৫৪, সাব্বির ৫৪*। ওয়াগনার ৪/১৫১, বোল্ট ২/১৩১, সাউদি ২/১৫৮।     

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ১৬০/৯, সাব্বির ৫০, ইমরুল ৩৬*, তামিম ২৫, মুমিনুল ২৩, মুশফিক ১৩ (রিটায়ার হার্ট)। বোল্ট ৩/৫৩, স্যান্টনার ২/৩৬, ওয়াগনার ২/৩৭।

নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ৫৩৯ (অলআউট),  লাথাম ১৭৭, স্যান্টনার ৭৩, উইলিয়ামসন ৫৩, নিকোলস ৫৩। রাব্বি ৩/৮৭, মাহমুদুল্লাহ ২/১৫, সাকিব ২/৭৮, সুভাশিষ ২/৮৯।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ২১৭/৩,  উইলিয়ামসন ১০৪*, টেইলর ৬০, লাথাম ১৬। মেহেদি ২/৬৬, সুভাশিষ ১/৩২।

ফলাফলঃ নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচঃ টম লাথাম

 

গো-নিউজ২৪/বিএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ