ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবারের আইপিএলে কে কোন পুরস্কার পেলেন, জেনে নিন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০১৭, ০৫:১৭ পিএম আপডেট: মে ২৩, ২০১৭, ০২:৩৫ এএম
এবারের আইপিএলে কে কোন পুরস্কার পেলেন, জেনে নিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ এবার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ বারের মধ্যে সবথেকে বেশি তিনবার চ্যাম্পিয়ন তারাই। কিন্তু শুধু এটুকু জানলেই তো চলবে না। তাই এক ঝলকে দেখে নিন, এবার আর কি কি পুরস্কার কোন কোন দল বা কোন কোন ক্রিকেটার পেলেন।

১) অরেঞ্জ ক্যাপ - সবথেকে বেশি রান করে এবার অরেঞ্জ ক্যাপ পেলেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন মোট ৬৪১ রান।

২) পার্পল ক্যাপ - ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়ে সবথেকে বেশি উইকেটের মালিক এবার সানরাইজার্স হায়দরাবাদেরই ভুবনেশ্বর কুমার।

৩) ম্যাক্সিমাম সিক্স - এবার আইপিএলে সবথেকে বেশি ছক্কা মেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দুজনেই মেরেছেন ২৬টি করে ছক্কা। তবে, দীর্ঘতম ছক্কা মারার জন্য এই পুরস্কার পেলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

৪) সুপারফাস্ট ফিফটি - সুনীল নারিন। কেকেআরের এই ক্যারিবিয়ান ক্রিকেটার আরসিবির বিরুদ্ধে ৫০ রান করতে নিয়েছিলেন মাত্র ১৫ বল।

৫) গ্ল্যাম শট অফ দ্য সিজন - এই পুরস্কারটাও এবার সানরাইজার্স হায়দরাবাদের দখলে। পেলেন যুবরাজ সিং।

৬) স্টাইলিশ প্লেয়ার অফ দ্য সিজন - এবার এই পুরস্কার পেলেন কেকেআরের ক্যাপ্টেন গৌতম গম্ভীর।

৭) ফেয়ার প্লে অ্যাওয়ার্ড - পেল সুরেশ রায়নার গুজরাট লায়ন্স।

৮) এমার্জিং প্লেয়ার - এই পুরস্কার পেলেন গুজরাট লায়ন্সেরই তরুণ প্রতিভা বাসিল থাম্পি। ১২ ম্যাচে ১১ উইকেট পেয়ে তিনিই দশম আইপিএলের সেরা উঠতি প্রতিভা।

৯) সিরিজের সেরা - রাইজিং পুনে সুপারজায়ান্টের বেন স্টোকস। নিলামে সবথেকে বেশি দামি ক্রিকেটার ১১ ইনিংসে রান করেছেন ৩১৬। আর ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। সাড়ে চোদ্দ কোটির ক্রিকেটার কিন্তু পয়সা উসুল করে দিয়েছেন।

১০) ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ - মুম্বই ইন্ডিয়ান্সের ক্রুনাল পাণ্ডিয়া।

১১) প্রতিযোগিতার সেরা ক্যাচ - সুরেশ রায়না।


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ