ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার শামীম ওসমানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি/ স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০১:০০ এএম
এবার শামীম ওসমানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

নারায়ণগঞ্জ: এবার নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সরকারদলীয় প্রভাবশালী সংসদ সদস্য (এমপি) ও নারায়ণগঞ্জের বহুল আলোচিত ওসমান পরিবারের সদস্য শামীম ওসমানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা। সেই সঙ্গে নারায়ণগঞ্জবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ আলটিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ আওয়ামী যুব মহিলা লীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক নুরুন্নাহার সন্ধ্যা। নারায়ণগঞ্জ আওয়ামী যুব মহিলালীগের আয়োজনে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় গ্রেনেড হামলা নিহত ও আহতদের জন্য মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।

আলোচনা সভায় সরকারদলীয় নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা এমপি শামীম ওসমানকে উদ্দেশ করে বলেন, আপনার জন্য আমি এলাকায় চলতে পারি না। আমাকে কলঙ্কিত করেছেন। আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনাকে অভিশাপ দিচ্ছি। আমি সাংবাদিক হানিফ খানের নাতি, তিনি বঙ্গবন্ধুর আদর্শে চলতেন।

নুরুন্নাহার সন্ধ্যা আরো বলেন, আমার জন্য মাহমুদা মালা কলঙ্কিত হয়েছেন। শামীম ভাই আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। কেন আমার চরিত্র হরণ করে কথা বলছেন। ২০০১ সাল থেকে রাজনীতিতে অংশ নিয়েছি। আপনার ভাই প্রয়াত এমপি নাসিম ওসমান আমাকে মেয়ের মত দেখতেন।’

শামীম ওসমানের ওপর ক্ষোভ প্রকাশ করে নুরুন্নাহার বলেন, ‘আপনি বলেছেন আমি ডেভিডের গাড়িতে ছিলাম। কিন্তু ডেভিডের গাড়িতে কে ছিলেন, তা কিন্তু আপনি দিপু ভাই (আনিসুর রহমান দিপু), খোকন (খোকন সাহা) ভাই জানেন। তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল।’

শামীম ওসমানকে উদ্দেশ করে মহিলা যুবলীগ নেত্রী সন্ধ্যা বলেন, ‘শামীম ভাই আপনি একবার বলেন ডেভিডের গাড়িতে লিন্ডা ছিল। পরে আবার বলছেন আমি ছিলাম। আসলে কে ছিল তা প্রশ্ন রইল। ২৪ ঘণ্টার মধ্যে প্রমাণ করতে না পারলে আপনি নারায়ণগঞ্জবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’

নারায়ণগঞ্জের মাটি আনোয়ার হোসেন ও খোকন সাহার ঘাঁটি হিসেবে দাবি করে নুরুন্নাহার সন্ধ্যা শামীম ওসমানকে বলেন, ‘আপনার হয়ে আর কোনো স্লোগান দিবো না। আমি তো আনোয়ার হোসেনকে চিনতাম না। আপনার ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর থেকে আপনার পেছনে রাজনীতি করেছি। আপনি সাংবাদিকদের দিয়ে আমার চরিত্র হরণ করে লিখেন, তা লজ্জাজনক। একবার লিখেন খোকন দাদা ও আনোয়ার ভাইয়ের সাথে সন্ধ্যা চলাফেরা করে। ছিঃ ছিঃ ঘৃণা, আমিই লজ্জিত। আপনাদের তো লজ্জা নেই, কারণ আপনার তো কথার সঙ্গে বাস্তবের মিল নেই।’

শামীম ওসমানকে ফেনীর আলোচিত নেতা জয়নাল হাজারীর সঙ্গে তুলনা করে সরকার দলীয় নেত্রী সন্ধ্যা আরো বলেন, ‘জয়নাল হাজারী কিন্তু অনেক ক্ষমতাধর ছিলেন। সে কিন্তু এখন নাই। আপনি শামীম ওসমান আমাকে অনেক কিছু করতে পারেন, আমি জানি। শামীম ওসমানের অনেক লোক আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে, কিন্তু ভয় পাইনি।’

আবারো লিন্ডার প্রসঙ্গ টেনে শামীম ওসমানকে সন্ধ্যা বলেন, ‘আপনি বলেছেন লিন্ডা ডেভিডের গাড়িতে ছিল, পরে লিন্ডা আপনাকে সঠিক উত্তর দেয়ায় পর কথা প্রত্যাহারে করে নিয়েছেন। আমি তো আপনাকে কিছু বলি নাই, তাই বার বার আমার চরিত্র হরণ করছেন। এখন থেকে বলবো। আমার স্বামী মারা গেছে ১২ থেকে ১৪ মাস হয়েছে। সে কখনো আমাকে চরিত্র নিয়ে কথা বলে নাই। আপনি আমাকে সমাজে চরিত্র হরণ করে কথা বলছেন, আপনার ওপর আল্লাহ গজব পড়বে।’

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে চলতি বছরের ৩০ মে নুরুন্নাহার সন্ধ্যাকে আহ্বায়ক ও সালমা আক্তার, শারমীন আক্তার ডলি, মায়ানূর মায়া, চায়না আক্তার, রূম্পা আক্তারকে যুগ্ম আহ্বায়ক করে ৪৯ সদস্য বিশিষ্ট যুব মহিলা লীগ নারায়ণগঞ্জ মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। পরে এমপি শামীম ওসমানের সুপারিশে সুইটি ইয়াসমিনকে আহ্বায়ক ও মুনিরা সুলতানাকে যুগ্ম আহ্বায়ক করে মহানগর যুব মহিলা লীগের আরেকটি কমিটি ঘোষণা করা হয়।

শামীম ওসমানের ওপর গজব পড়বে!

গোনিউজ২৪/এন

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন