ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার বড় ঈদগাহের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে


গো নিউজ২৪ প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০৭:৩৬ পিএম
এবার বড় ঈদগাহের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

এবার ঈদুল ফিতরে জাতীয় ও শোলাকিয়াসহ সারাদেশের বড় বড় ঈদ জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

গত বছর রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্টেুরেন্টে হামলার রেশ না কাটতেই ৭ জুলাই দেশের সর্ববৃহৎ ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশ পথে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নিহত হন মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কনস্টেবলসহ চারজন। ওই ঘটনায় আরও অন্তত দশজন আহত হন।

গুলশান ও শোলাকিয়া হামলার পর দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপে বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযান এবং তাদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়া হয়। ইতোমধ্যে মারা গেছে ৩০ জনেরও বেশি জঙ্গি সদস্য।

এবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে সামিয়ানা টানানো, মাইক, ফ্যান, সিসি ক্যামেরা স্থাপনসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, জাতীয় ঈদগাহ ময়দানে এবার ৯০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। ৮৫ হাজার পুরুষ ও পাঁচ হাজার নারীর নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিআইপিদের জন্য ঈদগাহের ভেতরে প্রায় তিন হাজার বর্গফুট জায়গা আলাদা নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকবে। মাজারের রাস্তাটি নারীদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনা হয়েছে।

অন্যদিকে, শোলাকিয়া ঈদ জামাতেও নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ব্যাপক সংখ্যক পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম মাঠের চারদিকে অবস্থান করবে। পাশাপাশি বিজিবি, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক চৌকস দল নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে।

 

গো নিউজ২৪/এএইচ

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়