ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার নিজ দলের খেলোয়াড়দের সতর্ক করলেন স্মিথ


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৯:৪৯ পিএম
এবার নিজ দলের খেলোয়াড়দের সতর্ক করলেন স্মিথ

আত্মতুষ্টিতে না ভুগতে এবং পরবর্তী ম্যাচে ভারত আরো কঠিনভোবে ফিরে আসবে বলে নিজ দলের খেলোয়াড়দের সতর্ক করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। পুনেতে প্রথম টেস্টে স্বাগতিক দলের পরাজয়ের পর নিজ দলের প্রতি এমন সতর্ক বার্তা উচ্চারণ করেন অসি অধিনায়ক।

বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কেফির দুর্দান্ত নৈপুণ্যে মাত্র তিন দিনের মধ্যেই শনিবার সফরকারীরা প্রথম ম্যাচে ভারতকে ৩৩৩ রানে পরাজিত করে চার টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

ও’কেফির ১২ উইকেট শিকারের সুবাদে ভারত দুই ইনিংসে যথাক্রমে ১০৫ ও ১০৭ রানে গুটিয়ে যায়। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল স্বাগতিকরা চতুর্থ ইনিংসে বিশ্ব রেকর্ড ৪৪১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র এক সেশনেই গুটিয়ে গেলে ২০০৪ সালের পর ভারতের প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।

২০১৫ সালের আগস্ট মাসের পর থেকে ১৯ টেস্টে অপরাজিত থাকা ভারতকে পরাজয়ের স্বাদও দেয় অস্ট্রেলিয়া। তবে চার টেস্টের সিরিজ নিশ্চিত করতে হলে সফরকারীদের অনেক দূর যেতে হবে বলে এখনো বিশ্বাস করেন স্মিথ।

স্মিথ বলেন, ‘নিশ্চিতভাবেই পরবর্তী তিন টেস্ট কঠিন হতে যাচ্ছে। নিজ মাঠে ভারত শক্ত দল তারা আরো কঠিন ভাবে ফিরবে।’‘প্রক্রিয়াটা আমাদের জন্য অবশ্যই চিন্তার বিষয় তবে প্রথম ম্যাচের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে এ সফরে আমরা আরো সাফল্য আশা করতে পারি।’

এশিয়ার মাটিতে দীর্ঘ নয় ম্যাচ পরাজয়ের পর অতীত থেকে শিক্সঅ নিজে এ সিরিজে দলে সক্ষমতায় নিজের সন্তোষ প্রকাশ করেন স্মিথ।

গত বছর শ্রীলংকার মাটিতে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া অসি অধিনায়ক বলেন, ‘আমরা (পুনেতে) সম্ভবত আমাদের পা মাটিতেই রেখেছি। শ্রীলংকাতে আমরা জয়ের মত অবস্থায় থাকার পরও আমরা প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছি।’

তিনি বলেন, ‘এই টেস্টে আমরা প্রথম ইনিংসের পর ভারতকে সোজা হয়ে দাঁড়াতে দেইনি। সুতরাং ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমাদের উন্নতির চেষ্টা করা ও বুঝতে শেখাটা আনন্দের ব্যাপার।’ভারতের স্পিন সহায়ক উইকেট হুমকিও পরাস্ত করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।

প্রথম ইনিংসে ২৬০ রানের মধ্যে ম্যাট রেনশ’র ৬৮ এবং মিচেল স্টার্কের ৬১ রানের পর দ্বিতীয় ইনিংসে ভারতের মাটিতে স্মিথের প্রথম টেস্ট সেঞ্চুরিতে (১০৯) ২৮৫ রান করে অস্ট্রেলিয়া।

স্মিথ বলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে আমরা জানি যে যত বেশি সময় আপনি ক্রিজে থাকবেন সব কিছু আপনার জন্য তত সহজ হবে।’

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ