ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার নতুন জার্সিতে স্মিথ-রাহানে-স্টোকসরা


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০৭:০৫ পিএম
এবার নতুন জার্সিতে স্মিথ-রাহানে-স্টোকসরা

ক্যাপ্টেন থেকে দলের নাম আগেই বদলে গিয়েছিল রাইজিং পুণে সুপারজায়ান্ট দলের। এবার জার্সির ডিজাইনও বদলে ফেলা হচ্ছে। বৃহস্পতিবারেই নামকরা পাঁচতারা হোটেলে জার্সি উন্মোচনের মঞ্চে হাজির করা হয়েছিল দলের একঝাঁক তারকাকে। অধিনায়ক স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে, ‘মিলিয়ন ডলার বয়’ বেন স্টোকসরা ছিলেন সেই জার্সি প্রকাশের মঞ্চে! প্রত্যেকেই নতুন জার্সি পড়ে হাজির হয়েছিলেন মঞ্চে।

পুণে ফ্র্যাঞ্চাইজি এবার আইপিএল মৌসুমের শুরুতেই বড়সড় চমক দিয়েছিল নেতৃত্ব থেকে ধোনিকে সরিয়ে দিয়ে। ক্যাপ্টেনের দায়ভার তুলে দেওয়া হয়েছিল স্টিভ স্মিথের হাতে। যদিও জার্সি প্রকাশের মঞ্চে দাঁড়িয়ে ধোনির প্রতি বার্তা দেন স্টিভ স্মিথ। তিনি বলেন, ‘ধোনির সঙ্গে বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। ধোনির সঙ্গে কোনও বিষয়েই আমার মতান্তর হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া এমএস ভীষণ সাপোর্টিভ। ওঁর সঙ্গে পেশাদারিত্বের যে সম্পর্ক তা অটুট থাকবে।’

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মোটো ইন্ডিয়া হচ্ছে পুণের প্রধান স্পনসর। জার্সির রঙ এক থাকলেও ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রধান স্পনসরের লোগো রাখা হয়েছে জার্সির একদম মাঝে।

গত মরশুমে ১৪টা ম্যাচের মধ্যে মাত্র পাঁচটা ম্যাচে জয় পেয়ে মুখ পুড়িয়েছিল পুণে। এবার একসঙ্গে এত বিষয়ে পরিবর্তন ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার কাছে সৌভাগ্য বয়ে আনবে কিনা, সেটাই আপাতত দেখার।

রাইজিং পুনে সুপারজায়ান্টস: স্টিভেন স্মিথ (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিতের, রবিচন্দ্রন অশ্বিন, অঙ্কুশ বাইন্স, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যানিয়েল খ্রিস্টিয়ান, এম এস ধোনি, অশোক দিন্দা, ফাফ ডু প্লেসিস, লোকি ফার্গুসন, জাস্করন সিং, উসমান খাজা, ইমরান তাহির, আজিঙ্কা রাহানে, সৌরভ কুমার, বেন স্টোকস, মিলিন্দ ট্যান্ডন, মনোজ তিওয়ারি, জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ