ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার এইডস প্রতিরোধে এলো নারীদের যৌনাঙ্গের রিং


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৭:১২ পিএম
এবার এইডস প্রতিরোধে এলো নারীদের যৌনাঙ্গের রিং

এইচআইভি সংক্রমণ প্রতিরোধের একটি পরীক্ষায় সফলতা এসেছে বলে জানিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের তরুণীদের মধ্যে পরীক্ষাটি চালানো হয়েছে।

সারা বিশ্বে যত নারী এইডস ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন, তাদের পাঁচ ভাগের এক ভাগেরই বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। আফ্রিকায় সাহারা মরুভূমির আশপাশের দেশগুলোতে প্রতিদিন এক হাজারের মতো নারী এতে আক্রান্ত হচ্ছেন। নতুন এই পরীক্ষায় মেয়েরা তাদের যোনিতে প্লাস্টিকের তৈরি নমনীয় একটি রিং ব্যবহার করেছে, যা তাদের এইচআইভি ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে পেরেছে।

রিংটির সাথে মেশানো থাকে এন্টি-রেট্রোভাইরাল ওষুধ এবং প্রতি ছয় মাস পর পর এটা বদলাতে হয়। রিংটি বসানো হয় যৌনাঙ্গের সার্ভিক্সের ওপর। রিংটির আকার নারীদের জন্মনিরোধক ডায়াফ্রামের সমান। এই রিং থেকে এক মাস সময় ধরে নিঃসৃত হয় ডেপিভিরাইন।

গবেষণায় দেখা গেছে, রিংটি ব্যবহার করে এইচআইভির সংক্রমণ ৫৬ শতাংশ কমানো সম্ভব হয়েছে। বিজ্ঞানীরা এর সাফল্যের ব্যাপারে পরীক্ষা শুরুর আগে খুব একটা আশাবাদী ছিলেন না। কারণ অল্পবয়সী মেয়েরা সাধারণত যৌন সম্পর্কের সময় এ ধরনের ডিভাইস পরতে উৎসাহী হয় না।

যৌন সম্পর্কের ব্যাপারে অত্যন্ত সক্রিয় এমন তরুণীদের কাছে এই রিং সরবরাহ করা হয়েছিলো। তাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তারা ছয় মাস ধরে এটি ব্যবহার করেছেন। রিংটিকে তারা পছন্দও করেছেন। এসব তরুণীর ৯৫ শতাংশ জানান, রিংটি ব্যবহার করা খুব সহজ। ৭৪ শতাংশ জানান, এটি যে তারা পরে আছেন, সেটি তারা তাদের দৈনন্দিন জীবনে বুঝতেও পারেন নি।

পরীক্ষাটি চালানোর আগে আশঙ্কা করা হয়েছিলো, পুরুষ যৌনসঙ্গীরা হয়তো এটি পছন্দ নাও করতে পারেন। কিন্তু দেখা গেছে এটি তাদের আরো বেশি আনন্দ দিয়েছে। নারীরা যাতে এইচআইভির সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে তার জন্যে একটি ডিভাইস আবিষ্কারের লক্ষ্যে পরিচালিত এক উদ্যোগের অংশ হিসেবেই এই রিং ব্যবহার করা হচ্ছিলো।

বিজ্ঞানীরা বলেন, এর ফলে পুরুষ সঙ্গীরা কনডম ব্যবহার করছে কি না- এখন আর তার উপর নারীদেরকে নির্ভর করতে হবে না। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফসি বলেন, ‘নারীরা যদি নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে এবং তাদেরকে সেই সুযোগ দেয়া হয়, যেটা খুবই গোপনীয় এবং নির্ভরযোগ্য, তাহলে সেটা তাদের সহযোগিতা করার ক্ষেত্রে হবে বড় ধরনের অগ্রগতি।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে যেসব সমাজে নারীরা এখনও দ্বিতীয় শ্রেণির নাগরিক তারা এরকম সংক্রমণের ব্যাপারে খুবই অসহায়।’ যেসব বিজ্ঞানী এই গবেষণাটি চালিয়েছেন তারা জানান, নারীরা এই রিং ব্যবহার করেছেন এবং তারা সেটা পছন্দও করেছেন। এই কারণে তারা এই গবেষণা আরও চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা অনুপ্রাণিত হয়েছেন।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও