ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার আরএসএসের কোপানলে রবীন্দ্র সাহিত্য


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৮:২৬ পিএম
এবার আরএসএসের কোপানলে রবীন্দ্র সাহিত্য

এবার রবীন্দ্র সাহিত্যের ওপর ক্ষেপেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ ও মানবতাবাদের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটির শিক্ষা বিষয়ক শাখা ‘শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস’।

আরএসএসের সাবেক প্রবীণ নেতা দীননাথ বাত্রার মুখে ভারতের বই থেকে রবীন্দ্র সাহিত্য বাদ দেয়ার সুপারিশ শোনার পর গতকাল সোমবার উত্তাল হয়ে ওঠে ভারতের রাজ্যসভা। ওইদিন জিরো আওয়ারে বিষয়টি সংসদে তোলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

তিনি বলেন, ‘কবিগুরু দেশের সম্পদ। তিনি ভারতের জাতীয় সংগীত রচনা করেছেন। তাকেই পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়া হবে? এসব কী হচ্ছে দেশে? আমরা কবিগুরুকে নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা চাই এ ব্যাপারে সরকারের বিবৃতি।’ এই ইস্যুতে সরকারের মনোভাব কী, তা জানতে চেয়ে  মঙ্গলবার সরকারকে নোটিশও দিয়েছে আরএসএস।

এদিকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বিশ্বকবিকে আটকে রাখার এই উদ্ভট চিন্তার বিরুদ্ধে শুধু বাংলার মানুষই নয়, গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠবে।’

আলোচনায় অংশ নিয়ে সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচ‌িুর বলেন, ‘রবীন্দ্রনাথ ও বাংলাকেই নয়, গোটা দেশকে অপমান করা হয়েছে।’ জাতীয় সংগীতের রচনা করেছেন কিন্তু নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর- বলে তিনি আরএসএসকে কথাটি স্মরণ করিয়ে দেন।

ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (এসসিইআরটি) কাছে আরএসএসের শিক্ষা শাখা বিদ্যাভারতীর সাবেক প্রধান দীননাথ বাত্রা এমন সুপারিশ করার পরই বিষয়টি আলোচনায় আসে।

কলকাতার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়- দীননাথ দাবি করেছেন, পাঠ্যপুস্তক থেকে ইংরেজি, উর্দু ও আরবি শব্দ বাদ দেয়া হোক। তার আক্রমণ থেকে অবশ্য বাদ যায়নি মকবুল ফিদা হোসেন, মির্জা গালিব থেকে মোগল আমলও।

এই খবরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলকাতার বিশিষ্টজনেরা। প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ বলেছেন, ‘জ্ঞান যেথা মুক্ত, এমন একটা দেশ যিনি দেখতে চেয়েছিলেন, তিনি যে আরএসএসের রোষভাজন হবেন, তাতে কোনো বিস্ময় নেই। দেশজোড়া সর্বনাশের চিহ্নগুলো কেবলই প্রকট হয়ে উঠছে। এখনই প্রবল প্রতিবাদ দরকার।’

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও