ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এবাবের আইপিএলে সাকিবেরই সতীর্থ ‘চায়নাম্যান সুপারম্যান’ কুলদীপ


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২৬, ২০১৭, ০৩:০৩ পিএম আপডেট: মার্চ ২৬, ২০১৭, ০৯:১০ এএম
এবাবের আইপিএলে সাকিবেরই সতীর্থ ‘চায়নাম্যান সুপারম্যান’ কুলদীপ

শনিবার সকালে প্রথম ধাক্কাটা এসেছিল চূড়ান্ত একাদশে বিরাট কোহলিকে না দেখে। ভারতীয় সমর্থকরা আরও বেশি চমকে উঠেছিলেন, ক্যাপ্টেন কোহলির পরিবর্ত নামটা দেখে। ব্যাটসম্যান নয়, দলে নেওয়া হয়েছে কিনা একজন বোলারকে!‌ তাও আবার চায়নাম্যান বোলার কুলদীপ যাদব!‌

কিন্তু পাল্টা চমকে দিলেন তিনিই। প্রথম একাদশে তাঁর থাকার সিদ্ধান্তে যে কোনও ভুল নেই, প্রমাণ করলেন কুলদীপ। চায়নাম্যানের স্পিনের জাদুতে প্যাভিলিয়নে ফেরার রাস্তা দেখলেন ওয়ার্নার, হ্যান্ডসকম্ব, ম্যাক্সওয়েল, কামিন্স। তাঁর যে দুটো ছোবলে বোল্ড হলেন হ্যান্ডসকম্ব এবং ম্যাক্সওয়েল, দেখার পর উদ্বেল ক্রিকেট দুনিয়া। এরকম আউট দেখেও সুখ। ২৩ ওভারে ৩ মেডেন, ৬৮ রান দিয়ে ৪ উইকেট। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর কুলদীপকে সামনে রেখেই মাঠ ছাড়ল রাহানে ব্রিগেড। 

২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন কুলদীপ। স্কটল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে চিনিয়েছিলেন নিজের জাত। টুর্নামেন্টে ছয় ম্যাচে তাঁর শিকার ছিল ১৪ উইকেট, হয়েছিলেন তৃতীয় সর্বোচ্চ শিকারী। কুলদীপ খেলেন উত্তরপ্রদেশের হয়ে। ২০১৩–১৪ ভিনু মানকড় ট্রফিতে সেরা বোলার নির্বাচিত হয়েছিলেন কুলদীপ, সাত ম্যাচে ২২ উইকেট নিয়ে।

উত্তরপ্রদেশের সিনিয়র দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের জন্য তাঁকে একটু বেশিই অপেক্ষা করতে হয়েছিল। কারণ দলে ছিলেন পীযূষ চাওলা। ২০১৬–১৭ মৌসুমে কুলদীপ শুধু বল হাতে নয়, চমক দেখান ব্যাট হাতেও। ৩৫টি উইকেটের পাশাপাশি করেন ৪৬৬ রান। ২২টি প্রথম শ্রেণীর ম্যাচে কুলদীপের শিকার সংখ্যা ৮১। গড় ৩৩.‌১১। সেরা বোলিং ৭৯ রানে ৬ উইকেট। রান করেছেন ৭২৩, গড় ২৮.‌৯২। সর্বোচ্চ রান ১১৭।

বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেন কলকাতা নাইট রাইডার্সের। বাংলাদেশের এই প্রতিভাবান ক্রিকেটারেরই সতীর্থ হচ্ছেন কুলদীপ যাদব। আইপিএলে এখন তিনি কলকাতা অন্যতম সদস্য। নারাইন, সাকিব ও কুলদীপের স্পিন কম্বিনেশনে বিপক্ষ দলকে অনায়েসেই কুপোকাত করে দিতে পারবেন। এখন খেলা শুধু মাঠে গড়ানোর অপেক্ষা। 

২০১২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স নেয় কুলদীপকে। গতবছর আইপিএলে কেকেআরের হয়ে তিন ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগে কুলদীপ নজর কেড়ে নেন। পাঁচ ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। কিন্তু পার্থ স্করচার্সের বিরুদ্ধে ২৪ রানে ৩ উইকেট নিয়ে কুলদীপই ফাইনালে তুলেছিলেন কেকেআর–কে।   

২০১৪–তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিকিজে ডাক পান ভারতীয় দলে। খেলার সুযোগ পাননি। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে দলে থাকলেও প্রথম একাদশে জায়গা হয়নি। শনিবার এল সেই স্মরণীয় মুহূর্ত। ভারতীয় দলের টুপি তুলে দিলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণাণ। ২৯ ওভারে কুলদীপের হাতে বল তুলে দেন অস্থায়ী নেতা রাহানে। তার পর?‌ দিনের শেষে 
ধৌলাধরের কোলে চায়নাম্যান কুলদীপই ভারতের সুপারম্যান।‌

কলকাতা নাইট রাইডার্স দল: গৌতম গম্ভীর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ড্যারেন ব্রাভো, পিযুষ চাওলা, নাথান কোল্টার-নাইল, ঋষি ধাওয়ান, সায়ান ঘোষ, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাজ্ঞি, কুলদীপ যাদব, ক্রিস লিন, সুনিল নারাইন, মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, রোভামান পাওয়েল, অঙ্কিত রাজপূত, সঞ্জয় যাদব, সাকিব আল হাসান, রবিন উথাপ্পা, ক্রিস ওকস, সূর্যকুমার যাদব, উমেশ যাদব। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ