ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এখনও পোড়ানো হচ্ছে রোহিঙ্গাদের গ্রাম


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০১:৪৭ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৭:৪৭ এএম
এখনও পোড়ানো হচ্ছে রোহিঙ্গাদের গ্রাম

ঢাকা: মিয়ানমারের স্টেট কাউন্সিলর নোবেল বিজয়ী অং সান সু চির ভাষণে সেনা অভিযান বন্ধের কথা বলা হলেও তার কোনো সত্যতা চোখে পড়ছে না রাখাইন রাজ্যে। এখনো জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে রোহিঙ্গাদের গ্রামগুলো।

শুক্রবারও (২২ সেপ্টেম্বর) মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম–অধ্যুষিত গ্রামগুলোতে আগুন আর ধোয়ার কুণ্ডলী দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ভিডিও ও স্যাটেলাইট ছবির ভিত্তিতে অ্যামনেস্টি জানিয়েছে, রোহিঙ্গাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। উড়তে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স বিভাগের (দুর্যোগ ব্যবস্থাপনা) পরিচালক তিরানা হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি গেল ১৯ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছিলেন ৫ সেপ্টেম্বরের পর থেকে মিয়ানমারে আর কোনো সেনা অভিযান হয়নি। কিন্তু এসব তথ্য–প্রমাণ তার দাবিকে প্রশ্নের মুখে ফেলছে।

রাখাইন রাজ্যের ভেতর থেকে সম্প্রতি ধারণ করা হয়েছে নতুন তিনটি ভিডিও ও স্যাটেলাইট ছবি। এসবের ভিত্তিতে তিরানা হাসান বলেছেন, ‘মিয়ানমারে সেনা অভিযান শুরুর প্রায় তিন সপ্তাহ পরও আমরা দেখছি, রোহিঙ্গাদের ঘরবাড়ি ও গ্রাম পোড়ানো হচ্ছে। ভয়ে রোহিঙ্গারা এলাকা ছেড়ে পালাচ্ছে। অভিযানে রোহিঙ্গাদের শুধু গ্রাম থেকে তাড়ানোই হচ্ছে না, তারা যাতে আর ফিরতে না পারে, সে জন্য ঘরবাড়ি পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে।’

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় উগ্রবাদী জনগোষ্ঠী রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন দিচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় সূত্রগুলো।

গোনিউজ২৪/এন

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও