ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক ম্যাচে কতো কতো কীর্তি রোনালদোর!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৪:০৮ পিএম আপডেট: নভেম্বর ২২, ২০১৭, ১০:০৮ এএম
এক ম্যাচে কতো কতো কীর্তি রোনালদোর!

ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ১০০তম জয়। মঙ্গলবার রাতে অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটির কথা স্বর্ণাক্ষরেই লেখা থাকবে রিয়াল মাদ্রিদের ইতিহাসে। ম্যাচটির কথা ক্রিস্টিয়ানো রোনালদোও বিশেষভাবে মনে রাখবেন আজীবন। এই এক ম্যাচেই যে এতো এতো কীর্তি গড়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার।

রিয়ালের ৬-০ গোলে জেতা ম্যাচটাতে রোনালদো করেছেন জোড়া গোল। এই দুই গোলের মধ্য দিয়ে ৩২ বছর বয়সী ফরোয়ার্ড গড়েছেন একাধিক, রেকর্ড-মাইলফলক।

রিয়ালের জয় সেঞ্চুরির দিনে ‘সেঞ্চুরি’ করেছেন রোনালদোও। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন গত মৌসুমেই। গত মৌসুমে সেঞ্চুরি করেছেন শুধু চ্যাম্পিয়ন্স লিগের গোল সংখ্যায়ও। 

মঙ্গলবার করলেন শুধু  রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০০তম গোলের কীর্তি।
শুধু তাই নয়, এই দুই গোলের মধ্যদিয়ে এক ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন রোনালদো। পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। 

বার্সেলোনার হয়ে মেসি চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ৯৭টি। এই দুই গোলের পর রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর গোল হলো ৯৮টি। সব মিলিয়ে ক্যারিয়ারে তার চ্যাম্পিয়ন্স লিগ গোল হলো ১১৪টি।

কীর্তি আছে আরও। এই দুই গোলের মধ্যদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক পঞ্জিকাবর্ষের সর্বোচ্চ গোলের রেকর্ডটাও নতুন করে গড়েছেন রোনালদো। এর আগেও রেকর্ডটা তারই ছিল। 

২০১৬ সালে চ্যাম্পিয়ন্স লিগে করেছিলেন ১৬ গোল। সেই রেকর্ডটাই গড়লেন নতুন করে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা হলো তার ১৮টি। এ বছরে চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা ম্যাচ আছে। সংখ্যাটা তাই বাড়ার সম্ভাবনাই আছে।


ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি করিম বেনজেমাকে একটা গোল বানিয়ে দিয়েছেন রোনালদো। তাতে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ২৭টি গোলে অ্যাসিস্ট করলেন তিনি।

শুধ কী তাই? এ নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ৫ ম্যাচেই গোল করলেন রোনালদো। তাতে ছুঁয়ে ফেলেছেন ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো ও ইউক্রেনের সাবেক ফুটবলার সেরহি রেব্রোভকে। 

দেল পিয়েরো ১৯৯৫/৯৬ মৌসুমে জুভেন্টাসের হয়ে এবং রেব্রোভ ১৯৯৭/৯৮ মৌসুমে ডায়নামো কিয়েভের সঙ্গে মৌসুমের প্রথম ৫ ম্যাচেই গোল করার কীর্তি গড়ে ছিলেন।

এই দুজনের পাশে নাম লেখার পর রোনালদোর সামনে আছেন আর একজনই। তুরস্কের ফরোয়ার্ড বুরাক ইলমাজ। এই তুর্কি ফরোয়ার্ড ২০১২/১৩ মৌসুমে গ্যালাতাসারাইয়ের হয়ে মৌসুমের প্রথম ৬ ম্যাচেই গোল করার অনন্য রেকর্ড গড়েছেন। রোনালদোর সামনে সুযোগ আছে তার সেই রেকর্ডটাতেও ভাগ বসানোর। পারবেন রোনালদো?

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ